ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মাহমুদ হামদি আত্তিয়া[১] | ||
জন্ম | ১ জুন ১৯৯৫ | ||
জন্ম স্থান | কায়রো, মিশর | ||
উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | জামালেক | ||
জার্সি নম্বর | ২৮ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৩–২০১৬ | তালা'ইয়া আল গাইশ | ৬৬ | (১) |
২০১৬– | জামালেক | ১৩২ | (৪) |
জাতীয় দল‡ | |||
২০২১– | মিশর অনূর্ধ্ব-২৩ | ০ | (০) |
২০১৮– | মিশর | ৬ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:৩২, ২০ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৩২, ২০ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মাহমুদ "আল ওয়ানশ" হামদি আত্তিয়া (মিশরীয় আরবি: محمود حمدي, ইংরেজি: Mahmoud Hamdy; জন্ম: ১ জুন ১৯৯৫; মাহমুদ হামদি নামে সুপরিচিত) হলেন একজন মিশরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মিশরের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর মিশরীয় প্রিমিয়ার লিগের ক্লাব জামালেক এবং মিশর জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[২] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
২০১৩–১৪ মৌসুমে, মিশরীয় ক্লাব তালা'ইয়া আল গাইশের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ৩ মৌসুম অতিবাহিত করেছেন; তালা'ইয়া আল গাইশের হয়ে তিনি ৬৬ ম্যাচে ১টি গোল করেছেন। ২০১৬–১৭ মৌসুমে, তিনি প্রায় ০.৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে তালা'ইয়া আল গাইশ হতে জামালেকে যোগদান করেছেন।
তিনি ২০১৮ সালে মিশরের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মিশরের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬ ম্যাচে ১টি গোল করেছেন। তিনি মিশরের হয়ে এপর্যন্ত ১টি ফিফা বিশ্বকাপ (২০১৮) এবং ১টি আফ্রিকা কাপ অব নেশন্সে (২০১৯) অংশগ্রহণ করেছেন। দলগতভাবে, হামদি এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো জামালেকের হয়ে জয়লাভ করেছেন।
মাহমুদ হামদি আত্তিয়া ১৯৯৫ সালের ১লা জুন তারিখে মিশরের কায়রোয় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
হামদি জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত মিশর অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[৩][৪]
২০১৮ সালের ২৫শে মে তারিখে, মাত্র ২২ বছর ১১ মাস ২৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী হামদি কুয়েতের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে মিশরের হয়ে অভিষেক করেছেন।[৫] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচে তিনি ২৮ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন।[৬] ম্যাচটি মিশর ০০–০০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৭] মিশরের হয়ে অভিষেকের বছরে হামদি মাত্র ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ২ বছর ৫ মাস ২০ দিন পর, মিশরের জার্সি গায়ে প্রথম গোলটি করেন; ২০২০ সালের ১৪ই নভেম্বর তারিখে, টোগোর বিরুদ্ধে ম্যাচের একমাত্র গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেন।[৮][৯][১০]
হামদি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য এক্তোর কুপেরের অধীনে ঘোষিত মিশর দলে স্থান পাওয়ার মাধ্যমে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পান।[১১][১২] তবে তিনি উক্ত বিশ্বকাপের একটি ম্যাচেও অংশগ্রহণ করেননি।[১৩]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
মিশর | ২০১৮ | ১ | ০ |
২০১৯ | ১ | ০ | |
২০২০ | ২ | ১ | |
২০২১ | ২ | ০ | |
সর্বমোট | ৬ | ১ |
গোল | তারিখ | মাঠ | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা | সূত্র |
---|---|---|---|---|---|---|---|
১ | ১৪ নভেম্বর ২০২০ | কায়রো আন্তর্জাতিক স্টেডিয়াম, কায়রো, মিশর | টোগো | ১–০ | ১–০ | ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্স বাছাইপর্ব | [১৪] |