মাহিরা খান | |
---|---|
ماہرہ خان | |
জন্ম | মাহিরা হাফিজ খান ২১ ডিসেম্বর ১৯৮৪[১][২] |
জাতীয়তা | পাকিস্তানি |
পেশা | অভিনেত্রী, ভিডিও জকি |
কর্মজীবন | ২০০৬–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | আলী আসকারী (বিবাহ. ২০০৭; বিচ্ছেদ. ২০১৫) |
সন্তান | ১ পুত্র |
মাহিরা খান (জন্ম: ২১ ডিসেম্বর ১৯৮৪[১][২]) একজন পাকিস্তানি অভিনেত্রী এবং সাবেক ভিজে।[৩] তিনি পাকিস্তানের অন্যতম জনপ্রিয়[৪][৫][৬] এবং সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী।[২][৪][৭] তিনি অনেকগুলো পুরস্কার অর্জন করেছেন।[৮][৯] শাহরুখ খানের সাথে রইস সিনেমায় অভিনয়ের পর তিনি বিশ্বব্যাপী পরিচিত লাভ করেন। [১০]
মাহিরা উর্দুভাষী পাঠান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাফিজ খান যিনি ব্রিটিশ সাম্রাজ্যের দিল্লীতে জন্মগ্রহণ করেন এবং দেশ বিভাগের প্রাক্কালে পাকিস্তানে চলে যান।
মাহিরার ছোট ভাইয়ের নাম হাসান খান যিনি পেশায় একজন সাংবাদিক। ষোলো বছর বয়সে খান করাচির ফাউন্ডেশন পাবলিক স্কুল থেকে ও লেভেল সম্পন্ন করেন।
খান ২০০৬ সালে ভিজে হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি এমটিভি পাকিস্তানে মোস্ট ওয়ান্টেড নামে একটি লাউভ শো সম্প্রচার হতো সপ্তাহে তিনদিন। ২০০৮ সালে তিনি আগ টিভিতে উইকেন্ড উইথ মাহিরা নামক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপনা করতেন।
২০১০ সালে মাহিরা ১০ম লাক্স স্টাইল পুরস্কারের উপস্থাপনা করেন। ২০১৩ সালে ১ম হাম পুরস্কারের উপস্থাপনা করেন। ২০১৫ সালের সেপ্টেম্বরে তিনি ফাওয়াদ খান এর সাথে ১৪তম লাক্স স্টাইল পুরস্কারের উপস্থাপনা করেন।
আসন্ন মুক্তি/নির্মাণাধীন |
বছর | চলচ্চিত্রের শিরোনাম | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০১১ | বোল | আয়েশা খান | সোহাইব মানসুর | |
২০১৫ | বিন রোয়ে | সাবা সাদিক | শাহজাদ কাশ্মীরী ও মুমিনা মুরাদ | |
মান্তো | মাদারান | "ক্যায়া হুগা" গানে বিশেষ উপস্থিতি | ||
২০১৬ | হো মান জাহা | মানিজে | ||
অ্যাক্টর ইন ল | নিজে | বিশেষ উপস্থিতি | ||
২০১৭ | রইস | আসিয়া | রাহুল ধোলাকিয়া | হিন্দি চলচ্চিত্রে অভিষেক |
ভার্না | সারা | |||
সাত দিন মোহাব্বত ইন | ||||
মওলা জাত ২ | নিলুফার |
বছর | মনোনীত কাজ | পুরস্কারের বিভাগ | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
লাক্স স্টাইল পুরস্কার | ||||
২০১২ | বোল | সেরা অভিনেত্রী (চলচ্চিত্র) | মনোনীত | |
২০১৩ | হামসাফার | স্যাটেলাইট সেরা টিভি অভিনেত্রী | বিজয়ী | [১১] |
২০১৬ | বিন রোয়ে | সেরা অভিনেত্রী (চলচ্চিত্র) | বিজয়ী | [১২] |
সাদকে তুমহারে | সেরা টিভি অভিনেত্রী | বিজয়ী | ||
২০১৭ | হো মান জাহা | সেরা অভিনেত্রী (চলচ্চিত্র) | বিজয়ী | [১৩] |
পাকিস্তান মিডিয়া পুরস্কার | ||||
২০১৪ | শেহের-এ-জাত | সেরা অভিনেত্রী | বিজয়ী | [১৪] |
হাম পুরস্কার | ||||
২০১৩ | শেহের-এ-জাত | সেরা অভিনেত্রী | বিজয়ী | [১৫] |
হামসাফার | সেরা পর্দা জুটি | বিজয়ী | ||
২০১৫ | সাদকে তুমহারে | সেরা অভিনেত্রী | মনোনীত | [১৬] [১৭] |
সেরা জনপ্রিয় অভিনেত্রী | বিজয়ী | |||
সেরা পর্দা জুটি | বিজয়ী | |||
২০১৬ | বিন রোয়ে | সেরা অভিনেত্রী | বিজয়ী | [১৮] |
হাম স্টাইল পুরস্কার | ||||
২০১৬ | বিন রোয়ে | সবচেয়ে স্টাইলিস্ট অভিনেত্রী (চলচ্চিত্র) | বিজয়ী | [১৯] |
নিগার পুরস্কার | ||||
২০১৭ | হো মান জাহা | সেরা অভিনেত্রী | মনোনীত | [২০] |
<ref>
ট্যাগ বৈধ নয়; dailytimes/1nov2015
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; indianexpress/11dec2016
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি|সংগ্রহের তারিখ=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য)