মিউটিনি অন দ্য বাউন্টি | |
---|---|
![]() চলচ্চিত্রের পোস্টার | |
Mutiny on the Bounty | |
পরিচালক | ফ্র্যাংক লয়েড |
প্রযোজক |
|
রচয়িতা |
|
উৎস | চার্লস নরডফ ও জেমস নরম্যান হল কর্তৃক মিউটিনি অন দ্য বাউন্টি |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার |
|
চিত্রগ্রাহক | অার্থার এডিসন |
সম্পাদক | মার্গারেট বুথ |
পরিবেশক | মেট্রো-গোল্ডউইন-মেয়ার |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩২ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১,৯৫০,০০০[২] |
আয় | $৪,৪৬০,০০০[২][৩] |
মিউটিনি অন দ্য বাউন্টি (ইংরেজি: Mutiny on the Bounty) হল ফ্র্যাংক লয়েড পরিচালিত ১৯৩৫ সালের মার্কিন নাট্য চলচ্চিত্র। চার্লস নরডফ ও জেমস নরম্যান হলের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন চার্লস লটন ও ক্লার্ক গ্যাবল। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেন ফ্রাঞ্চট টোন, মোভিতা কাস্তানেদা, ও ম্যামো ক্লার্ক।
মিউটিনি অন দ্য বাউন্টি সে সময়ের অন্যতম হিট চলচ্চিত্র ছিল। চলচ্চিত্রটির ঐতিহাসিক সত্যতা প্রশ্নবিদ্ধ হলেও চলচ্চিত্র সমালোচকেরা এটিকে মিউটিনি অন দ্য বাউন্টি উপন্যাসের শ্রেষ্ঠ উপযোগকরণ বলে অভিহিত করে। চলচ্চিত্রটি ৮ম একাডেমি পুরস্কার আয়োজনে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়।
চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন হার্বাট স্টটহার্ট ও ন্যাট ডব্লিউ. ফিনস্টন।
মেট্রো-গোল্ডউইন-মেয়ারের নথি অনুসারে চলচ্চিত্রটি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ২,২৫০,০০০ মার্কিন ডলার এবং এর বাইরে ২,২১০,০০০ মার্কিন ডলার সহ মোট ৪,৪৬০,০০০ মার্কিন ডলার আয় করে।[২] এটি ১৯৩৫-৩৬ সালে ব্রিটিশ বক্স অফিসে তৃতীয় জনপ্রিয়তম চলচ্চিত্র ছিল।[৪]
পুরস্কারের বিভাগ | চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র | মিউটিনি অন দ্য বাউন্টি | বিজয়ী | [৫] |
শ্রেষ্ঠ পরিচালনা | ফ্র্যাংক লয়েড | মনোনীত | |
শ্রেষ্ঠ অভিনেতা | চার্লস লটন | মনোনীত | |
ক্লার্ক গ্যাবল | মনোনীত | ||
ফ্রাঞ্চট টোন | মনোনীত | ||
শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য | ট্যালবট জ্যানিংস, জুলস ফার্থম্যান, কেরি উইলসন | মনোনীত | |
শ্রেষ্ঠ মৌলিক সুর | হার্বাট স্টটহার্ট, ন্যাট ডব্লিউ. ফিনস্টন | মনোনীত | |
শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা | মার্গারেট বুথ | মনোনীত |