ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ২২ ডিসেম্বর ১৯৯৩ | ||
জন্ম স্থান | কানাগাওয়া প্রশাসনিক অঞ্চল, জাপান | ||
উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | কাওয়াসাকি ফ্রোন্তালে | ||
জার্সি নম্বর | ১৩ | ||
যুব পর্যায় | |||
২০১২–২০১৫ | তোইন বিশ্ববিদ্যালয় | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৬–২০১৯ | শোনান বেলমারে | ১০০ | (৩) |
২০২০– | কাওয়াসাকি ফ্রোন্তালে | ৭৮ | (৮) |
জাতীয় দল‡ | |||
২০২১– | জাপান | ৭ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৮:৩৪, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৮:৩৪, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মিকি ইয়ামানে (জাপানি: 山根 視来, ইংরেজি: Miki Yamane; জন্ম: ২২ ডিসেম্বর ১৯৯৩) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব কাওয়াসাকি ফ্রোন্তালে এবং জাপান জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
মিকি ২০২১ সালে জাপানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জাপানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭ ম্যাচে ১টি গোল করেছেন।
মিকি ইয়ামানে ১৯৯৩ সালের ২২শে ডিসেম্বর তারিখে জাপানের কানাগাওয়া প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
২০২১ সালের ২৫শে মার্চ তারিখে, ২৭ বছর, ৩ মাস ও ৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী মিকি দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জাপানের হয়ে অভিষেক করেছেন।[৩] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৪] ম্যাচে তিনি ১৩ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৫] ম্যাচটি জাপান ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৬][৭] জাপানের হয়ে অভিষেকের বছরে মিকি সর্বমোট ৬ ম্যাচে ১টি গোল করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
জাপান | ২০২১ | ৬ | ১ |
২০২২ | ১ | ০ | |
সর্বমোট | ৭ | ১ |