মিকেল ওয়ারসাবাল

মিকেল ওয়ারসাবাল
২০১৯ সালে স্পেনের হয়ে ওয়ারসাবাল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মিকেল ওয়ারসাবাল উগার্তে
জন্ম (1997-04-21) ২১ এপ্রিল ১৯৯৭ (বয়স ২৭)
জন্ম স্থান এইবার, স্পেন
উচ্চতা ১.৮১ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)[]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রিয়াল সোসিয়েদাদ
জার্সি নম্বর ১০
যুব পর্যায়
এইবার
২০১১–২০১৫ রিয়াল সোসিয়েদাদ
২০১৩–২০১৪এইবার (ধার)
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৪–২০১৫ রিয়াল সোসিয়েদাদ বি ১৩ (৩)
২০১৫– রিয়াল সোসিয়েদাদ ১৬৩ (৪২)
জাতীয় দল
২০১৫ স্পেন অনূর্ধ্ব-১৮ (০)
২০১৬ স্পেন অনূর্ধ্ব-১৯ (০)
২০১৭–২০১৯ স্পেন অনূর্ধ্ব-২১ ২৫ (৮)
২০১৬– স্পেন (২)
২০১৬– বাস্ক প্রদেশ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৫:৫৪, ১ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:৫৪, ১ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মিকেল ওয়ারসাবাল উগার্তে (ইংরেজি: Mikel Oyarzabal; জন্ম: ২১ এপ্রিল ১৯৯৭; মিকেল ওয়ারসাবাল নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগায় রিয়াল সোসিয়েদাদ এবং স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন বাম পাশের আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা ডান পাশের আক্রমণভাগের খেলোয়াড় হিসেবেও খেলে থাকেন।

স্পেনীয় ফুটবল ক্লাব এইবারের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ওয়ারসাবাল ফুটবল জগতে প্রবেশ করেন; অতঃপর তিনি রিয়াল সোসিয়েদাদের মতো ক্লাবের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে নিজের খেলার বিকাশ করেছেন। ২০১৪–১৫ মৌসুমে, প্রথমে রিয়াল সোসিয়েদাদ বি-এর হয়ে এবং পরবর্তীতে রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Mikel Oyarzabal Ugarte"। Real Sociedad। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]