মিকেলাঞ্জেলো আন্তোনিওনি | |
---|---|
ইতালীয়: Michelangelo Antonioni | |
![]() | |
জন্ম | ফেরারা, ইতালি রাজ্য | ২৯ সেপ্টেম্বর ১৯১২
মৃত্যু | ৩০ জুলাই ২০০৭ | (বয়স ৯৪)
পেশা | চলচ্চিত্র, পরিচালক, চিত্রনাট্যকার, লেখক |
কর্মজীবন | ১৯৪২-২০০৪ |
দাম্পত্য সঙ্গী | লেতিজিয়া বালবোনি (বি. ১৯৪২; বিচ্ছেদ. ১৯৫৪) এনরিকা আন্তোনিওনি (বি. ১৯৮৬; মৃ. ২০০৭) |
সঙ্গী | মোনিকা ভিত্তি (১৯৬০-১৯৭০) |
মিকেলাঞ্জেলো আন্তোনিওনি (ইতালীয়: [mikeˈlandʒelo antoˈnjoːni]; ২৯ সেপ্টেম্বর ১৯১২ - ৩০ জুলাই ২০০৭) আধুনিকতাবাদী ইতালীয় চলচ্চিত্র পরিচালক।[১] তাকে নৈসর্গিক চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে গণ্য করা হয়। তিনি আধুনিকতা ত্রয়ী লাভেঞ্চুরা (১৯৬০), লা নোত্তে (১৯৬১) ও লেক্লিসসে (১৯৬২) চলচ্চিত্রের জন্য সর্বাধিক পরিচিত। কর্মজীবনে তিনি অসংখ্য পুরস্কার ও মনোনয়ন লাভ করেছেন এবং তিনি স্বর্ণ পাম, স্বর্ণ সিংহ, স্বর্ণ ভল্লুক ও স্বর্ণ চিতা বিজয়ী একমাত্র পরিচালক।