ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | মিখাইলো ভলোদিমিরোভিচ উসাচ |
জন্ম | [১] রিভনে, ইউক্রেন | ২০ নভেম্বর ১৯৯৬
ক্রীড়া | |
দেশ | ইউক্রেন |
ক্রীড়া | তীরন্দাজী |
বিভাগ | বাঁকানো |
মিখাইলো ভলোদিমিরোভিচ উসাচ (ইউক্রেনীয়: Михайло Володимирович Усач; জন্ম: ২০ নভেম্বর ১৯৯৬; মিখাইলো উসাচ নামে সুপরিচিত) হলেন একজন ইউক্রেনীয় তীরন্দাজ, যিনি ইউক্রেনের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
উসাচ ইউক্রেনের হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
মিখাইলো ভলোদিমিরোভিচ উসাচ ১৯৯৬ সালের ২০শে নভেম্বর তারিখে ইউক্রেনের রিভনেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
উসাচ ইউক্রেনের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি তীরন্দাজীতে পুরুষদের ব্যক্তিগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] র্যাঙ্কিং পর্বে ২২টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ৬৫১ পয়েন্ট নিয়ে তিনি ৪৮তম স্থান অধিকার করেছিলেন।[৩] ৬৪ জনের পর্বে, তিনি র্যাঙ্কিং পর্বে ১৭তম স্থান অধিকারী ব্রাজিলের মার্কুস ভিনিসিউস দি'আলমেইদার মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি ৬–২ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন।[৪][৫]
অন্যদিকে তিনি এবং ভেরোনিকা সের্হিয়িভনা মারচেঙ্কো একত্রে মিশ্র দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৬] তারা র্যাঙ্কিং পর্বে ৪৩টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ১৩০৮ পয়েন্ট নিয়ে ২১তম স্থান অধিকার করেছিল।[৭][৮]