ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মিঠুন চৌধুরী | ||
জন্ম | ১০ ফেব্রুয়ারি ১৯৮৯ | ||
জন্ম স্থান | নারায়ণগঞ্জ, বাংলাদেশ | ||
উচ্চতা | ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৮–২০১০ | চট্টগ্রাম আবাহনী | (১৭) | |
২০১০–২০১১ | শেখ জামাল | (৬) | |
২০১১–২০১২ | মুক্তিযোদ্ধা সংসদ | ||
২০১২–২০১৩ | চট্টগ্রাম আবাহনী | ||
২০১৩–২০১৬ | শেখ রাসেল | ||
২০১৭–২০১৯ | ঢাকা মোহামেডান | ১৩ | (২) |
জাতীয় দল‡ | |||
২০০৯– | বাংলাদেশ | ২০ | (২) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৬:৫৯, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:৫৯, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মিঠুন চৌধুরী (জন্ম: ১০ ফেব্রুয়ারি ১৯৮৯) হলেন একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি সর্বশেষ বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব ঢাকা মোহামেডান এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
২০০৮–০৯ মৌসুমে, বাংলাদেশী ক্লাব চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ২ মৌসুম অতিবাহিত করেছেন; চট্টগ্রাম আবাহনীর হয়ে তিনি ১৭টি গোল করেছেন। অতঃপর ২০১০–১১ মৌসুমে তিনি শেখ জামালে যোগদান করেছেন। শেখ জামালে ১ মৌসুম অতিবাহিত করার পর মুক্তিযোদ্ধা সংসদের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। পরবর্তীকালে, তিনি চট্টগ্রাম আবাহনী এবং শেখ রাসেলের হয়ে খেলেছেন। সর্বশেষ ২০১৭–১৮ মৌসুমে, তিনি শেখ রাসেল হতে ঢাকা মোহামেডানে যোগদান করেছেন।
২০০৯ সালে, মিঠুন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বাংলাদেশের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২০ ম্যাচে ২টি গোল করেছেন। দলগতভাবে, মিঠুন এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যা তিনি শেখ জামালের হয়ে জয়লাভ করেছেন।
মিঠুন চৌধুরী ১৯৮৯ সালের ১০ই ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশের নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
২০০৯ সালের ৮ই ডিসেম্বর তারিখে, মাত্র ২০ বছর ৯ মাস ২৯ দিন বয়সে, মিঠুন শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০০৯ সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন। উক্ত ম্যাচের ৬৮তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় জাহিদ হাসান এমিলির বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেন। ম্যাচটি বাংলাদেশ ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[১] বাংলাদেশের হয়ে অভিষেকের বছরে মিঠুন মাত্র ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ১ বছর ৭ মাস ২১ দিন পর, বাংলাদেশের জার্সি গায়ে প্রথম গোলটি করেন; ২০১১ সালের ২৮শে জুলাই তারিখে, লেবাননের বিরুদ্ধে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেন।[২]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
বাংলাদেশ | ২০০৯ | ১ | ০ |
২০১০ | ১ | ০ | |
২০১১ | ১০ | ১ | |
২০১২ | ২ | ০ | |
২০১৩ | ৩ | ০ | |
২০১৪ | ৩ | ১ | |
সর্বমোট | ২০ | ২ |
গোল | তারিখ | মাঠ | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা | সূত্র |
---|---|---|---|---|---|---|---|
১ | ২৮ জুলাই ২০১১ | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা, বাংলাদেশ | ![]() |
১–০ | ২–০ | ২০১৪ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব | [৩] |
২ | ৫ মার্চ ২০১৪ | জওহরলাল নেহেরু স্টেডিয়াম, দিল্লি, ভারত | ![]() |
১–১ | ২–২ | প্রীতি ম্যাচ | [৪] |