![]() | ||||
একদিনের ম্যাচ নাম | মিডলসেক্স | |||
---|---|---|---|---|
কর্মীবৃন্দ | ||||
অধিনায়ক | এফসি/এলএ: পিটার হ্যান্ডসকম্ব টি২০: ইয়ন মর্গ্যান | |||
কোচ | স্টুয়ার্ট ল | |||
বিদেশি খেলোয়াড় | এফসি/এলএ: পিটার হ্যান্ডসকম্ব টি২০ মিচেল মার্শ মুজিব উর রহমান | |||
প্রধান নির্বাহী | রিচার্ড গোটলি | |||
দলের তথ্য | ||||
রং | প্রথম-শ্রেণী: সাদা শার্ট সাদা ট্রাউজার লিস্ট এ: হার্লেকুইন শার্ট নীল ট্রাউজার টি২০: গোলাপী শার্ট নীল ট্রাউজার | |||
প্রতিষ্ঠা | ১৮৬৪ | |||
স্বাগতিক মাঠ | লর্ডস | |||
ধারণক্ষমতা | ৩০,০০০ | |||
ইতিহাস | ||||
প্রথম শ্রেণী অভিষেক | সাসেক্স ১৮৬৪ সালে ক্যাটল মার্কেট গ্রাউন্ড, ইসলিংটন | |||
চ্যাম্পিয়নশীপ জয় | (১১) (যোগ যৌথভাবে ২বার) | |||
সানডে লীগ জয় | (১) | |||
বেনসন এন্ড হেজেস কাপ জয় | (২) | |||
ওয়ানডে কাপ জয় | (৪) | |||
টুয়েন্টি২০ কাপ জয় | (১) | |||
দাপ্তরিক ওয়েবসাইট | মিডলসেক্স সিসিসি.কম ১৩ এপ্রিল, ২০১৯ | |||
|
মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব ইংল্যান্ড এবং ওয়েলসের ঘরোয়া কাঠামোয় পরিচালিত আঠারোটি প্রথম-শ্রেণীর কাউন্টি ক্রিকেট ক্লাবগুলোর অন্যতম। মিডলসেক্সের ঐতিহাসিক কাউন্টির প্রতিনিধিত্বকারী দল এটি। ১৮৬৪ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। তবে, অষ্টাদশ শতাব্দীর সূচনাকাল থেকেই ক্লাবটি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশ নিচ্ছে। এছাড়াও, ক্লাবটি সর্বদাই প্রথম-শ্রেণীর মর্যাদার আসন ধরে রেখেছে। ১৮৯০ সালে আনুষ্ঠানিকভাবে কাউন্টি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা শুরু হলে মিডলসেক্স এতে অংশ নেয়। এরপর থেকেই ইংল্যান্ডের অভ্যন্তরে অনুষ্ঠিত প্রতিটি শীর্ষ পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে।[১]
অতিথি দলগুলোর বিপক্ষে আয়োজিত নিজেদের অধিকাংশ খেলাই মেরিলেবোন ক্রিকেট ক্লাবের নিয়ন্ত্রণাধীন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করছে। এছাড়াও, কিছু খেলা আক্সব্রিজ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড ও রিচমন্ডের ওল্ড ডিয়ার পার্কে আয়োজন করে থাকে।
২০০৯ সালের পূর্ব-পর্যন্ত মিডলসেক্স ক্রুসেডার্স নামে সীমিত ওভারের খেলায় অংশ নেয়। পরবর্তীতে অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের অক্টোবর পর্যন্ত মিডলসেক্স প্যান্থার্স নামে পরিচিতি পেয়ে আসছে।[২] ২৪ অক্টোবর, ২০১৪ তারিখে এর প্রতিক্রিয়াস্বরূপ সকল স্তরের ক্রিকেটেই মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব নামে খেলার কথা ঘোষণা করে।[৩] সীমিত ওভারের খেলায় গাঢ় নীল ও গোলাপী রং ব্যবহার করছে। ২০০৭ সাল থেকে ব্রেকথ্রো ব্রেস্ট ক্যান্সার তহবিলে সহায়তার লক্ষ্যে টুয়েন্টি২০ খেলাগুলোয় বিলাশবহুল গোলাপী শার্ট পরিধান করে খেলতে নামে। র্যাডলেট ক্রিকেট ক্লাবের প্রকল্প হিসেবে ফিঞ্চলেভিত্তিক মিডলসেক্স একাডেমি নামীয় অভ্যন্তরীণ বিদ্যালয় রয়েছে।
মিডলসেক্স দলটি তেরোবার কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ে সক্ষমতা দেখিয়েছে। তন্মধ্যে, দুইবার যৌথভাবে লাভ করেছে। সাম্প্রতিককালে ২০১৬ সালে সর্বশেষ কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা পায়। সীমিত ওভারের ক্রিকেটে দুইবার বেনসন এন্ড হেজেস কাপ, চারবার ওয়ান-ডে ক্রিকেট শিরোপা, একবার ন্যাশনাল লীগ ও টুয়েন্টি২০ কাপ জয় করেছে। পাশাপাশি, প্রথম কাউন্টি ক্লাব হিসেবে স্ট্যানফোর্ড সুপার সিরিজ ও টুয়েন্টি২০ চ্যাম্পিয়ন্স লীগে অংশগ্রহণ করার গৌরব অর্জন করেছে।
ʶ ′′′১৯৭৪ সালের বিজয়ী শক্তিধর দলটিতে রোল্যান্ড বুচারের[৭] ন্যায় আন্তর্জাতিক খেলোয়াড়সহ ইয়ান গোল্ড, ফিলিপ এডমন্ডস, জন এম্বুরি, মাইক গ্যাটিং, গ্রাহাম বার্লো, রডনি অনটং, ল্যারি গোমস, আর.পি.উইলোস ব্যাটিংয়ে শীর্ষে ও ফিলিপ এডমন্ডস বোলিংয়ে শীর্ষস্থান দখল করেন। এছাড়াও, দলটি একই বছরে ওয়ারউইক পুল চ্যাম্পিয়নশীপ জয় করে।
মিডলসেক্সের পক্ষে সর্বাধিক রান
যোগ্যতা - ২০,০০০ রান[৮]
ব্যাটসম্যান | রান |
---|---|
প্যাটসি হেনড্রেন | ৪০,৩০২ (১৯০৭-১৯৩৭) |
মাইক গ্যাটিং | ২৮৪১১ (১৯৭৫-১৯৯৮) |
জ্যাক হার্ন | ২৭,৬১২ (১৯০৯-১৯৩৬) |
জ্যাক রবার্টসন | ২৭,০৮৮ (১৯৩৭-১৯৫৯) |
বিল এডরিচ | ২৫,৭৩৮ (১৯৩৭-১৯৫৯) |
ক্লাইভ র্যাডলি | ২৪,১৪৭ (১৯৬৪-১৯৮৭) |
এরিক রাসেল | ২৩,১০৪ (১৯৫৬-১৯৭২) |
ডেনিস কম্পটন | ২১,৭৮১ (১৯৩৬-১৯৫৮) |
পিটার পারফিট | ২১৩০২ (১৯৫৬-১৯৭২) |
১৬/১১৪, জি বার্টন ব ইয়র্কশায়ার, ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার, ১৮৯৮
১৬/১১৪, জেটি হার্ন ব ল্যাঙ্কাশায়ার, ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার, ১৮৯৮
মিডলসেক্সের পক্ষে সর্বাধিক উইকেট
যোগ্যতা - ১০০০ উইকেট[৯]
বোলার | উইকেট |
---|---|
ফ্রেড টিটমাস | ২,৩৬১ (১৯৪৯-১৯৮২) |
জে. ডব্লিউ. হার্ন | ১,৪৩৮ (১৯০৯–১৯৩৬) |
জিম সিমস | ১,২৫৭ (১৯২৯–১৯৫২) |
জন এম্বুরি | ১,২৫০ (১৯৭৩–১৯৯৫) |
জ্যাক ইয়ং | ১,১৮২ (১৯৩৩–১৯৫৬) |
জ্যাক ডারস্টন | ১,১৭৮ (১৯১৯–১৯৩৩) |
অ্যালেন মস | ১,০৮৮ (১৯৫০–১৯৬৩) |
ফ্রাঙ্ক টার্যান্ট | ১,০০৫ (১৯০৪–১৯১৪) |
মিডলসেক্সের পক্ষে সর্বাধিক ডিসমিসালকারী
যোগ্যতা - ৫০০ ডিসমিসাল[১০]
উইকেট-রক্ষক | ডিসমিসাল |
---|---|
জন মারে | ১,২২৩ (১,০২৩ ক্যাচ ও ২০০ স্ট্যাম্পিং) (১৯৫২–১৯৭৫) |
ফ্রেড প্রাইস | ৯৪০ (৬২৯ ক্যাচ ও ৩১১ স্ট্যাম্পিং) (১৯২৬–১৯৪৭) |
জো মারেল | ৭৬৫ (৫০২ ক্যাচ ও ২৬৩ স্ট্যাম্পিং) (১৯০৬–১৯২৬) |
লেসলি কম্পটন | ৫৬৬ (৪৩৭ ক্যাচ ও ১২৯ স্ট্যাম্পিং) (১৯৩৮–১৯৫৬) |
পল ডাউনটন | ৫৪৬ (৪৮৩ ক্যাচ ও ৬৩ স্ট্যাম্পিং) (১৯৮০–১৯৯১) |
জুটি | রান | খেলোয়াড় | প্রতিপক্ষ | মাঠ | মৌসুম |
---|---|---|---|---|---|
১ম উইকেট | ৩৭২ | মাইক গ্যাটিং - জাস্টিন ল্যাঙ্গার | ব এসেক্স | সাউথগেট | ১৯৯৮ |
২য় উইকেট | ৩৮০ | ফ্রাঙ্ক টার্যান্ট - জ্যাক হার্ন | ব ল্যাঙ্কাশায়ার | লর্ডস | ১৯১৪ |
৩য় উইকেট | ৪২৪* | বিল এডরিচ - ডেনিস কম্পটন | ব সমারসেট | লর্ডস | ১৯৪৮ |
৪র্থ উইকেট | ৩২৫ | জ্যাক হার্ন - প্যাটসি হেনড্রেন | ব হ্যাম্পশায়ার | লর্ডস | ১৯১৯ |
৫ম উইকেট | ৩৩৮ | রবার্ট লুকাস - টিম ও’ব্রায়ান | ব সাসেক্স | হোভ | ১৮৯৫ |
৬ষ্ঠ উইকেট | ২৭০ | জন কার - পল উইকস | ব গ্লুচেস্টারশায়ার | লর্ডস | ১৯৯৪ |
৭ম উইকেট | ২৭১* | প্যাটসি হেনড্রেন - ফ্রাঙ্ক মান | ব নটিংহ্যামশায়ার | নটিংহাম | ১৯২৫ |
৮ম উইকেট | ১৮২* | মোরডন্ট ডল - জো মারেল | ব নটিংহ্যামশায়ার | লর্ডস | ১৯১৩ |
৯ম উইকেট | ১৭২ | গারেথ বার্গ - টিম মারতাগ | ব লিচেস্টারশায়ার | লিচেস্টার | ২০১১ |
১০ম উইকেট | ২৩০ | রিচার্ড নিকোলস - মিকি রোচ | ব কেন্ট | লর্ডস | ১৮৯৯ |
উৎস: মিডলসেক্সের পক্ষে প্রত্যেক উইকেটে সর্বোচ্চ রানের জুটি ক্রিকেটআর্কাইভ.কম; সর্বশেষ হালনাগাদ: ২৩ অক্টোবর, ২০১৫ |
* – নিরবচ্ছিন্ন জুটিকে নির্দেশ করে
* নিরবচ্ছিন্ন জুটিকে নির্দেশ করে
পরিচালক - বব ব্যাক্সটার, মাইক গ্যাটিং, ট্রেসি গ্রোভস ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ এপ্রিল ২০১৯ তারিখে, ক্রিস লো, অ্যালভান সেথ-স্মিথ, রিচার্ড সাইকস, এডি ভিলিয়ার্স, অ্যান্ড্রু ওয়েস্ট
উৎস:
মিডলসেক্স নির্বাহী পরিষদ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ এপ্রিল ২০১৮ তারিখে
২০১৬ সালে নিয়োগকৃত নির্বাহী পরিষদ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
২০১৮ সালে ট্রেসি গ্রোভসের নিয়োগ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ এপ্রিল ২০১৯ তারিখে