মিথিলেশ চতুর্বেদী | |
---|---|
জন্ম | লখনউ, উত্তরপ্রদেশ, ভারত | ১৫ অক্টোবর ১৯৫৪
মৃত্যু | ৩ আগস্ট ২০২২ লখনউ, উত্তরপ্রদেশ, ভারত | (বয়স ৬৭)
পেশা | অভিনেতা |
মিথিলেশ চতুর্বেদী (১১ অক্টোবর ১৯৫৪ - ৩ আগস্ট ২০২২) একজন ভারতীয় চলচ্চিত্র এবং মঞ্চ অভিনেতা ছিলেন।[১]
মিথিলেশ চতুর্বেদী ছিলেন একজন ভারতীয় অভিনেতা, যিনি মূলত বলিউড চলচ্চিত্রে কাজ করতেন। তিনি কোই... মিল গয়া, সত্য, গদর: এক প্রেম কথা, মহল্লা আসি, কৃষ এর মতো চলচ্চিত্র এবং স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি ওয়েব ধারাবাহিকে কাজ করেছেন। তিনি প্রেম তিওয়ারি, কুনওয়ার কল্যাণ সিং, বনসি কৌল, সূর্য মোহন কুলশ্রেষ্ঠ, দিনা নাথ, উর্মিল থাপলিয়াল এবং অনুপম খের পরিচালকদের সাথে কাজ করেছেন।
বছর | শিরোনাম | পরিচালক | ভূমিকা |
---|---|---|---|
১৯৯৭ | ভাই ভাই | সিকান্দার ভারতী | |
১৯৯৮ | সত্য | রাম গোপাল ভার্মা | নির্মাতা মালহোত্রা |
১৯৯৯ | তাল | সুভাষ ঘাই | রামভাজন |
২০০০ | ফিজা | খালিদ মোহাম্মদ | |
২০০১ | গদর: এক প্রেম কথা | অনিল শর্মা | ইদ্রিস (সংবাদপত্র সম্পাদক) |
২০০১ | আক্স | রাকেশ ওমপ্রকাশ মেহরা | প্রধানমন্ত্রীর সহযোগী |
২০০১ | অশোকা | সন্তোষ সিভান | কলিঙ্গ মন্ত্রী |
২০০২ | রোড | রাজত মুখার্জি | বুড়ো মানুষ |
২০০৩ | কোই...মিল গয়া | রাকেশ রোশন | মিস্টার মাথুর (কম্পিউটার বিশেষজ্ঞ) |
২০০৫ | কিস্না: দ্য ওয়ারিয়র পোয়েট | সুভাষ ঘাই | বিষ্ণু প্রসাদ |
২০০৫ | বান্টি অর বাবলি | শাদ আলী | |
২০০৬ | কৃষ | রাকেশ রোশন | মিস্টার মাথুর (ক্যামিও) |
২০০৭ | গান্ধী, মাই ফাদার | ফিরোজ আব্বাস খান | জাকারিয়া |
২০০৮ | হাল্লা বোল | রাজকুমার সন্তোষী | |
২০০৮ | ক্রেজি ৪ | জয়দীপ সেন | |
২০০৯ | আজব প্রেম কি গজব কাহানি | রাজকুমার সন্তোষী | মি. পিন্টো |
২০১১ | মনিকা | সুশেন ভাটনাগর | প্রতিরক্ষা আইনজীবী |
২০১১ | রেডি | আনীস বাজমী | পাঠক |
২০১১ | মাই ফ্রেন্ড পিন্টো | রাঘব দার | মাটিয়ানি |
২০১৩ | ফাটা পোস্টার নিকলা হিরো | রাজকুমার সন্তোষী | বিস্কুট |
২০১৫ | মহল্লা আসি[২][৩][৪] | চন্দ্র প্রকাশ দ্বিবেদী | দয়া সিং |
২০১৯ | অর্জুন পাতিয়ালা | রোহিত জুগরাজ | ভাটিয়া জি |
২০১৯ | লাইফ মে টাইম নাহি হ্যায় কিসি কো | মনোজ শর্মা | |
২০২১ | ফিজা মে তাপিশ | রাহাত খান | ইমাম |
২০২২ | বাঞ্চাদা |