নীতিবাক্য | নিয়মানুবর্তিতা-নতুনত্ব- শ্রেষ্ঠত্ব- দাতব্য |
---|---|
ধরন | বেসরকারি |
স্থাপিত | ১৯৮৬ |
চেয়ারম্যান | প্রফেসর ড. মুহম্মদ তাহিরুল কাদরী[১] |
আচার্য | পাঞ্জাবের রাজ্যপাল |
উপাচার্য | ড. সাজিদ মাহমুদ শাহজাদ[২] |
উপ-চেয়ারম্যান | ড. হুসেন মহিউদ্দীন কাদরী[৩] |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | লাহোর পৌরসভা এবং মডেল টাউন, লাহোর |
সংক্ষিপ্ত নাম | এমইউএল |
মাসকট | মিনহাজিয়ান |
ওয়েবসাইট | mul |
মিনহাজ বিশ্ববিদ্যালয় লাহোর (এমইউএল)পাকিস্তানের পাঞ্জাবের লাহোরে অবস্থিত একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় ।
১৯৮৬ সালের ১৮ সেপ্টেম্বর মিনহাজ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ডঃ মুহম্মদ তাহিরুল কাদরী বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। আন্তর্জাতিক শিক্ষা ও কল্যাণ সংস্থা মিনহাজ-উল-কুরআনের অন্যতম শিক্ষা শাখা হিসাবে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ডঃ মুহম্মদ তাহিরুল কাদরী আরও পাঁচ বছর আগে ১৯৮১ সালের ৩১ অক্টোবর মিনহাজ-উল-কুরআন সংস্থাটি প্রতিষ্ঠা করেন। [৪]
বিশ্ববিদ্যালয়টির দুটি ক্যাম্পাস রয়েছে: একটি লাহোরের মডেল টাউন এক্সটেনশনে এবং দ্বিতীয় ক্যাম্পাসটি লাহোর পৌরসভায় অবস্থিত। ২০০৫ সালের ১৫ অক্টোবর থেকে পাঞ্জাব সরকার বিশ্ববিদ্যালয়টিকে ডিগ্রি প্রদানের অনুমোদন দেয়। [৫]
বিশ্ববিদ্যালয়টি(এমইউএল) নিম্নলিখিত অনুষদ এবং বিভাগ নিয়ে গঠিত: [৬]