মিরিয়াম মার্গলিজ | |
---|---|
Miriam Margolyes | |
![]() ২০০৮ সালের সেপ্টেম্বরে মার্গলিজ | |
জন্ম | অক্সফোর্ড, ইংল্যান্ড | ১৮ মে ১৯৪১
নাগরিকত্ব | যুক্তরাজ্য অস্ট্রেলিয়া (২০১৩) |
মাতৃশিক্ষায়তন | নিউনহাম কলেজ, ক্যামব্রিজ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৬৩–বর্তমান |
সঙ্গী | হিদার সাদারল্যান্ড (১৯৬৮–বর্তমান) |
ওয়েবসাইট | miriammargolyes |
মিরিয়াম মার্গলিজ ওবিই (জন্ম: ১৮ মে ১৯৪১) একজন ব্রিটিশ-অস্ট্রেলীয় অভিনেত্রী। তিনি মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্র ও টেলিভিশনে কিছু পার্শ্ব চরিত্রে অভিনয় করার পর তিনি মার্টিন স্করসেসির দি এজ অব ইনোসেন্স (১৯৯৩)-এ অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন। পরবর্তীকালে তিনি হ্যারি পটার চলচ্চিত্র ধারাবাহিকে প্রফেসর স্প্রাউট চরিত্রে অভিনয় করেন।
মার্গলিজ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইতালিতে বসবাস করছেন। তিনি যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় মঞ্চে অভিনয় করছেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হল ২০১৩ সালে আই'ল ইট ইউ লাস্ট-এর অস্ট্রেলীয় প্রিমিয়ার। ২০১৩ সালে তিনি অস্ট্রেলীয় নাগরিকত্ব গ্রহণ করেন।[১]
মার্গলিজ ১৯৪১ সালের ১৮ই মে অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন।[২] তার পিতা জোসেফ মার্গলিজ (১৮৯৯-১৯৯৫) একজন স্কটিশ চিকিৎসক এবং গ্লাসগোর গর্বালস এলাকার সাধারণ অনুশীলনকারী,[৩] এবং মাতা রুথ[৪] (জন্মনাম: ওয়াল্টার্স; ১৯০৫-১৯৭৪) লিভারপুলের কার্কডেলের আসবাবপত্র ব্যবসায়ী ও নিলামকারীর কন্যা। তিনি তার পিতামাতার একমাত্র সন্তান।[৫][৬][৭] তিনি ইহুদি পরিবারে বেড়ে ওঠেন।[৮][৯][১০] তার পূর্বপুরুষগণ বেলারুশ ও পোল্যান্ড থেকে যুক্তরাজ্যে এসেছিলেন। তার প্র-মাতামহ সিমন স্যান্ডমান পোল্যান্ডের মার্গনিন শহরে জন্মগ্রহণ করেন, মার্গলিজ ২০১৩ সালে সেখানে গিয়েছিলেন। তার পিতামহ মার্গলিজ বেলারুশের আমদুর (বর্তমান - ইন্দুরা) জন্মগ্রহণ করেন, যা তখন রুশ সাম্রাজ্যের অংশ ছিল।[১১]
বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৮৯ | লস অ্যাঞ্জেলেস নাট্য সমালোচক সমিতি | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | লিটল ডরিট | বিজয়ী | [১২][১৩] |
১৯৯১ | লরন্স অলিভিয়ে পুরস্কার | সঙ্গীতনাট্যে শ্রেষ্ঠ অভিনেত্রী | ডিকেন্স ওম্যান | মনোনীত | [১৪] |
১৯৯৩ | বাফটা চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | দি এজ অব ইনোসেন্স | বিজয়ী | [১২][১৫] |
সনি রেডিও পুরস্কার | বেতারে শ্রেষ্ঠ অভিনেত্রী | দ্য কুইন অ্যান্ড আই | বিজয়ী | [১৬] | |
১৯৯৭ | বর্ষসেরা টকিজ পারফর্মার | — | অলিভার টুইস্ট | বিজয়ী | [১৩] |
২০০১ | অডিওফাইলস ইয়ারফোনস পুরস্কার | — | আ ক্রিসমাস ক্যারল | বিজয়ী | [১৭] |
২০০৭ | থিয়েটারগোয়ার্স চয়েস পুরস্কার | সঙ্গীতনাট্যে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | উইকড | বিজয়ী | [১৮] |
২০১০ | মঞ্চনাটকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | এন্ডগেম | বিজয়ী | [১৯] | |
২০১৮ | অডিওফাইলস ইয়ারফোনস পুরস্কার | — | ব্লিক হাউজ | বিজয়ী | [২০] |
নাট্যকলায় অবদানের জন্য ২০০২ সালের নববর্ষ সম্মাননায় মার্গলিজকে অফিসার অব দি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার খেতাবে ভূষিত করা হয়।[২১]