মিলখা সিং

মিলখা সিং
২০১২ সালে মিলখা সিং
ব্যক্তিগত তথ্য
জন্ম(১৯২৯-১১-২০)২০ নভেম্বর ১৯২৯
গোবিন্দপুর, পাঞ্জাব প্রদেশ, ব্রিটিশ ভারত
মৃত্যু১৮ জুন ২০২১(2021-06-18) (বয়স ৯১)
চণ্ডীগড়, ভারত
ক্রীড়া
দেশ ভারত
ক্রীড়াঅ্যাথলেটিক্স
বিভাগদৌড়বিদ

মিলখা সিং (২০ নভেম্বর ১৯২৯ - ১৮ জুন ২০২১) আন্তর্জাতিক ক্ষেত্রে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ। তাকে স্বাধীন ভারতের প্রথম তারকা ক্রীড়াবিদ হিসাবে আখ্যায়িত করা হয়।[]

জন্ম ও প্রাথমিক জীবন

[সম্পাদনা]

১৯২৯ সালের ২০ নভেম্বর ততকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ভারত বিভাগের সময় পাকিস্তানে তার পিতামাতা ও সাত ভাইবোনকে তার সামনেই হত্যা করা হয়; সেসময় তার পিতা তাকে বলেন, ভাগ মিলখা, ভাগ।[]

অর্জন

[সম্পাদনা]

মিলখা সিং ১৯৫৮ সালের এশিয়াডে ২০০ মি. ও ৪০০ মি. দৌড়ে স্বর্ণপদক অর্জনের পর ১৯৬২ সালের এশিয়াডে ৪০০ মি. ও ৪ x ৪০০ মি. রিলে দৌড়েও স্বর্ণপদক অর্জন করেন।[]

সম্মাননা

[সম্পাদনা]

২০১৩ সালে তার জীবনকাহিনী নিয়ে একটি ভারতীয় চলচ্চিত্র নির্মিত হয় এবং তিনি পদ্মশ্রী সম্মননা লাভ করেন।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "থেমে গেল মিলখা সিংয়ের জীবনের দৌড়"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৮ জুন ২০২১। ১৯ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২১ 
  2. "মিলখা সিং: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের 'উড়ন্ত শিখ'"বিবিসি বাংলা। ১৮ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]