![]() ২০১৮ সালে রেড স্টার বেলগ্রেডের হয়ে রোদিচ | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ২ এপ্রিল ১৯৯১ | ||
জন্ম স্থান | তিতোভ দ্রভার, বসনিয়া ও হার্জেগোভিনা | ||
উচ্চতা | ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | রেড স্টার বেলগ্রেড | ||
জার্সি নম্বর | ২৩ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:১৭, ১৩ জুন ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মিলান রোদিচ (সার্বীয়: Милан Родић, ইংরেজি: Milan Rodić; জন্ম: ২ এপ্রিল ১৯৯১) হলেন একজন সার্বীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সার্বিয়ার পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সার্বীয় সুপারলিগার ক্লাব রেড স্টার বেলগ্রেড এবং সার্বিয়া জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩] তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১১ সালে, রোদিচ সার্বিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে সার্বিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত সার্বিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে সার্বিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সার্বিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
মিলান রোদিচ ১৯৯১ সালের ২রা এপ্রিল তারিখে বসনিয়া ও হার্জেগোভিনার তিতোভ দ্রভারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
রোদিচ সার্বিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে সার্বিয়ার প্রতিনিধিত্ব করেছেন। সার্বিয়ার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
সার্বিয়া | ২০১৮ | ৫ | ০ |
২০১৯ | ২ | ০ | |
সর্বমোট | ৭ | ০ |