প্রাক্তন নাম | মিলেনিয়াম স্টেডিয়াম স্তাদিয়াম ওয়াই মিলেনিওম |
---|---|
অবস্থান | Westgate Street Cardiff CF10 1NS |
স্থানাঙ্ক | ৫১°২৮′৪১″ উত্তর ৩°১০′৫৭″ পশ্চিম / ৫১.৪৭৮০৬° উত্তর ৩.১৮২৫০° পশ্চিম |
গণপরিবহন | Cardiff Central |
মালিক | মিলেনিয়াম স্টেডিয়াম পিএলসি |
পরিচালক | মিলেনিয়াম স্টেডিয়ান পিএলসি |
নির্বাহী কর্মকর্তা | ১২৪ |
ধারণক্ষমতা | ৭৩,৯৩১ (রাগবি ইউনিয়ন এবং ফুটবল)[৫] ৭৮,০০০ (বক্সিং)[৬] |
আয়তন | ১২০ মি × ৭৯ মি (৩৯৪ ফু × ২৫৯ ফু)[৭] |
উপরিভাগ | গ্র্যাস (১৯৯৯–২০১৪) গ্র্যাস মাস্টার (২০১৪–বর্তমান)[২] |
নির্মাণ | |
কপর্দকহীন মাঠ | ১৯৯৭ |
চালু | ২৬ জুন ১৯৯৯[১] |
নির্মাণ ব্যয় | £121 million[৩] |
স্থপতি | Bligh Lobb Sports Architecture[৪] |
কাঠামোগত প্রকৌশলী | অ্যাটকিনস (কোম্পানি) |
মূল ঠিকাদার | জন লাইং গ্রুপ |
ভাড়াটে | |
ওয়েলস জাতীয় রাগবি ইউনিয়ন দল (১৯৯৯–বর্তমান) ওয়েলস জাতীয় ফুটবল দল (২০০০–২০০৯)[ক] গ্রেট ব্রিটেনের স্পিডওয়ে গ্র্যান্ড প্রিক্স (২০০১–বর্তমান) | |
ওয়েবসাইট | |
www |
মিলেনিয়াম স্টেডিয়াম ইংল্যান্ডের কার্ডিফ সিটিতে অবস্থিত। ১৯৯৯ সালে এটা উন্মুক্ত করা হয়। এটি মূলত ওয়েলস রাগবি টিমের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়। ২০১৬ সালে কার্ডিফ ভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠানের সাথে ১০ বছর স্পন্সরশিপের চুক্তিতে এই স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয় প্রিন্সিপালিটি স্টেডিয়াম। ৭৪,৫০০ ধারণ ক্ষমতা বিশিষ্ট এই স্টেডিয়ামে রাগবি ছাড়াও ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হয়ে থাকে। ১৯৯৯ সালে ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় স্টেডিয়াম কার্ডিফ আর্মস পার্ককে ১২১ মিলিয়ন ইউরো খরচে সংস্কার করে মিলেনিয়াম স্টেডিয়াম বানানো হয়। এফএ কাপ ফাইনাল ম্যাচটি ২০০১-০৬ সাল পর্যন্ত এই স্টেডিয়ামে হয়ে আসছে। ২০১৭ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটিও এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
<ref>
ট্যাগ বৈধ নয়; Date
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; cost
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref>
ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/>
ট্যাগ পাওয়া যায়নি