দেশ | কানাডা |
---|---|
উচ্চতা | ১৯৬ সেমি (৬ ফু ৫ ইঞ্চি)[১] |
ওয়েবসাইট | www |
পরিসংখ্যান | ৩৮৩–১৮৪ |
পরিসংখ্যান | ২৬–৩৬ |
মিলোস রায়োনিক একজন কানাডিয়ান পেশাদার টেনিস খেলোয়াড়।
মিলোস রায়োনিক ১৯৯০ সালের ২৭ ডিসেম্বর মন্টিনিগ্রোর সার্ব অধ্যুষিত এলাকায় জন্মগ্রহণ করেন।[২][৩] মাত্র ৩ বছর বয়েসে ১৯৯৪ সালে তার পরিবারসহ কানাডায় চলে আসে। তার পিতা-মাতা দুজনই প্রকৌশলী।
৬ বছর বয়সে ব্রামেলি টেনিস ক্লাবে ভর্তি হন। ২০০৩ সালে ১২ বছর বয়সে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন আয়োজিত একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।[৪] ২০০৬ সালে তিনি 'প্রিন্স কাপ ডাবল' জয় করেন। [৫]
জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় তিনি ২০১৬ সালে রিও অলিম্পিকে অংশগ্রহণ করেনি।[৬]
২০১৪ সালে কানাডায় অনুষ্ঠিত হোপম্যান কাপের শিরোপা জেতেন।[৬]