মিশেল আজানাভিস্যুস | |
---|---|
Michel Hazanavicius | |
জন্ম | |
জাতীয়তা | ফরাসি |
মাতৃশিক্ষায়তন | École nationale supérieure d'arts de Cergy-Pontoise |
পেশা | চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, সম্পাদক |
কর্মজীবন | ১৯৮৮–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | বেরেনিস বেজো |
সন্তান | ৪ |
পুরস্কার | পূর্ণ তালিকা |
মিশেল আজানাভিস্যুস (ফরাসি: Michel Hazanavicius; ফরাসি উচ্চারণ: [mi.ʃɛl a.za.na.vi.sjys] (; জন্ম: )২৯শে মার্চ, ১৯৬৭) হলেন একজন ফরাসি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র সম্পাদক। তিনি তার ২০১১ সালে নির্মিত দি আর্টিস্ট চলচ্চিত্রের জন্য বিশেষভাবে পরিচিত। এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র ও পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কার এবং শ্রেষ্ঠ পরিচালনা ও শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে বাফটা পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি গোয়েন্দাধর্মী ওএসএস ১১৭: ল্য কাইর নেদ দেস্পিয়োঁ (২০০৬) ও ওএসএস ১১৭: রিও ন্য রেপোঁ প্লুস (২০০৯) চলচ্চিত্র পরিচালনা করেন।
আজানাভিস্যুস ১৯৬৭ সালের ২৯শে মার্চ প্যারিসে জন্মগ্রহণ এক লিথুনীয় ইহুদি পরিবারে করেন। তার দাদা-দাদী ও নানা-নানীরা ১৯২০-এর দশকে ফ্রান্সে আগমন করে এবং সেখানে বসবাস শুরু করে।[১][২][৩][৪]
বছর | চলচ্চিত্র | টীকা |
---|---|---|
১৯৯২ | দেরিক কন্ত্রে সুপারম্যান | টেলিভিশন স্বল্পদৈর্ঘ্য |
সা দেতোর্ন | টেলিভিশন চলচ্চিত্র | |
১৯৯৩ | লা ক্লাস আমেরিকাইন | |
১৯৯৪ | সেস পা ল্য ২০ অর | টেলিভিশন ধারাবাহিক |
১৯৯৬ | লে ফিল্ম ক্যুই সর্তেঁ ল্য ল্যন্দেমাঁ দান লে সাল দ্য সিনেমা | প্রামাণ্য টেলিভিশন ধারাবাহিক |
১৯৯৭ | এশেস অ কাপিতাল | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
১৯৯৯ | মে আমি | পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র |
২০০৬ | ওএসএস ১১৭: ল্য কাইর নেদ দেস্পিয়োঁ | গোয়েন্দা চলচ্চিত্র |
২০০৯ | ওএসএস ১১৭: রিও ন্য রেপোঁ প্লুস | গোয়েন্দা চলচ্চিত্র |
২০১১ | দি আর্টিস্ট | নির্বাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র |
২০১২ | লে ইনফিদেলে | |
২০১৪ | দ্য সার্চ | |
২০১৭ | গদার মন আমোর |
পুরস্কার | বছর | পুরস্কারের বিভাগ | মনোনীত চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
একাডেমি পুরস্কার | ২০১২ | শ্রেষ্ঠ পরিচালনা | দি আর্টিস্ট | বিজয়ী | [৫] |
শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য | মনোনীত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা | মনোনীত | ||||
বাফটা পুরস্কার | ২০১২ | শ্রেষ্ঠ পরিচালনা | দি আর্টিস্ট | বিজয়ী | [৬] |
শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য | মনোনীত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা | মনোনীত |