মিশেল আজানাভিস্যুস

মিশেল আজানাভিস্যুস
Michel Hazanavicius
২০১৭ সালে আজানাভিস্যুস
জন্ম (1967-03-29) ২৯ মার্চ ১৯৬৭ (বয়স ৫৭)
জাতীয়তাফরাসি
মাতৃশিক্ষায়তনÉcole nationale supérieure d'arts de Cergy-Pontoise
পেশাচলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, সম্পাদক
কর্মজীবন১৯৮৮–বর্তমান
দাম্পত্য সঙ্গীবেরেনিস বেজো
সন্তান
পুরস্কারপূর্ণ তালিকা

মিশেল আজানাভিস্যুস (ফরাসি: Michel Hazanavicius; ফরাসি উচ্চারণ: [mi.ʃɛl a.za.na.vi.sjys] (শুনুন); জন্ম: ২৯শে মার্চ, ১৯৬৭) হলেন একজন ফরাসি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র সম্পাদক। তিনি তার ২০১১ সালে নির্মিত দি আর্টিস্ট চলচ্চিত্রের জন্য বিশেষভাবে পরিচিত। এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্রপরিচালনা বিভাগে একাডেমি পুরস্কার এবং শ্রেষ্ঠ পরিচালনাশ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে বাফটা পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি গোয়েন্দাধর্মী ওএসএস ১১৭: ল্য কাইর নেদ দেস্পিয়োঁ (২০০৬) ও ওএসএস ১১৭: রিও ন্য রেপোঁ প্লুস (২০০৯) চলচ্চিত্র পরিচালনা করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আজানাভিস্যুস ১৯৬৭ সালের ২৯শে মার্চ প্যারিসে জন্মগ্রহণ এক লিথুনীয় ইহুদি পরিবারে করেন। তার দাদা-দাদী ও নানা-নানীরা ১৯২০-এর দশকে ফ্রান্সে আগমন করে এবং সেখানে বসবাস শুরু করে।[][][][]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র টীকা
১৯৯২ দেরিক কন্ত্রে সুপারম্যান টেলিভিশন স্বল্পদৈর্ঘ্য
সা দেতোর্ন টেলিভিশন চলচ্চিত্র
১৯৯৩ লা ক্লাস আমেরিকাইন
১৯৯৪ সেস পা ল্য ২০ অর টেলিভিশন ধারাবাহিক
১৯৯৬ লে ফিল্ম ক্যুই সর্তেঁ ল্য ল্যন্দেমাঁ দান লে সাল দ্য সিনেমা প্রামাণ্য টেলিভিশন ধারাবাহিক
১৯৯৭ এশেস অ কাপিতাল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
১৯৯৯ মে আমি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
২০০৬ ওএসএস ১১৭: ল্য কাইর নেদ দেস্পিয়োঁ গোয়েন্দা চলচ্চিত্র
২০০৯ ওএসএস ১১৭: রিও ন্য রেপোঁ প্লুস গোয়েন্দা চলচ্চিত্র
২০১১ দি আর্টিস্ট নির্বাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
২০১২ লে ইনফিদেলে
২০১৪ দ্য সার্চ
২০১৭ গদার মন আমোর

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
পুরস্কার বছর পুরস্কারের বিভাগ মনোনীত চলচ্চিত্র ফলাফল সূত্র
একাডেমি পুরস্কার ২০১২ শ্রেষ্ঠ পরিচালনা দি আর্টিস্ট বিজয়ী []
শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য মনোনীত
শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা মনোনীত
বাফটা পুরস্কার ২০১২ শ্রেষ্ঠ পরিচালনা দি আর্টিস্ট বিজয়ী []
শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য মনোনীত
শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা মনোনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. রবিনসন, জর্জ (২৭ ডিসেম্বর ২০১১)। "'The Artist' Director's Nod To Billy Wilder" (ইংরেজি ভাষায়)। দ্য জিউস উয়িক। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮ 
  2. "French "Artist" Director Knows What "Mazel Tov" Means" (ইংরেজি ভাষায়)। শোবিজ৪১১। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮ 
  3. ব্লুম, নেট। "Interfaith Celebrities: Golden Globes and Television" (ইংরেজি ভাষায়)। ইন্টারফেইথ ফ্যামিলি। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮ 
  4. "Meet the director behind surprise Best Picture contender" (ইংরেজি ভাষায়)। এন্টারটেইনমেন্ট ইনকোয়ারার। ১০ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮ 
  5. "Oscars 2012: Nominees in full"বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮ 
  6. "Bafta Film Awards 2012: Nominations"বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ১৭ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]