মিশেল রদ্রিগেজ

মিশেল রদ্রিগেজ
২০১৮ সালে রদ্রিগেজ
জন্ম
মাইতে মিশেল রদ্রিগেজ

(1978-07-12) জুলাই ১২, ১৯৭৮ (বয়স ৪৬)
সান অ্যান্টোনিও, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশা
  • অভিনেত্রী
কর্মজীবন১৯৯৯–বর্তমান

মাইতে মিশেল রদ্রিগেজ (জন্ম: ১২ জুলাই ১৯৭৮) একজন মার্কিন অভিনেত্রী। তিনি ২০০০ সালে স্বাধীন স্পোর্টস ড্রামা চলচ্চিত্র গার্লফাইট (২০০০)-এ অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এতে নিজের অভিনয়ের জন্য তিনি সেরা অভিষেক অভিনয় বিভাগে ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড এবং গথাম অ্যাওয়ার্ড জেতেন।[][] রদ্রিগেজ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজিতে লেটি অর্টিজ এবং রেসিডেন্ট ইভিল ফ্র্যাঞ্চাইজিতে রেইন ওকাম্পো চরিত্রে অভিনয় করেছেন। তিনি অ্যাকশন থ্রিলার এস.ডব্লিউ.এ.টি. (২০০৩), জেমস ক্যামেরনের এপিক সাই-ফাই চলচ্চত্র অ্যাভাটার (২০০৯), এবং অ্যাকশন চলচ্চিত্র ব্যাটল: লস অ্যাঞ্জেলেস (২০১১)-এ অভিনয় করেছেন।

জীবনীমূলক চলচ্চিত্র ট্রপিকো ডি স্যাংরে (২০১০)-এ মিনার্ভা মিরাবাল চরিত্রে অভিনয়ের পর রদ্রিগেজ এক্সপ্লয়টেশন চলচ্চিত্র মাচেতে (২০১০) এবং মাচেতে কিলস (২০১৩)-এর প্রধান চরিত্রে এবং অ্যানিমেটেড কমেডি চলচ্চিত্র টার্বো (২০১৩) ও স্মার্ফস: দ্য লস্ট ভিলেজ (২০১৭)-এ অভিনয় করেন। এছাড়া হেইস্ট চলচ্চিত্র উইডোজ (২০১৮)-এ তার অভিনয় সমালোচকদের নিকট প্রশংসিত হয়।[]

চলচ্চিত্রের বাইরে রদ্রিগেজ টেলিভিশন সিরিজ লস্ট (২০০৫–২০০৬; ২০০৯–২০১০)-এ আনা লুসিয়া কর্টেজ চরিত্রে অভিনয় করেন এবং অ্যানিমে ইমমর্টাল গ্র্যান্ড প্রিক্স (২০০৫–২০০৬)-এর ইংরেজি ভাষার সংস্করণে লিজ রিকারোর চরিত্রে কণ্ঠ দেন। তিনি অ্যাভাটার এবং ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-এর ভিডিও গেম স্পিন-অফে তার চরিত্রগুলোতে পুনরায় অভিনয় করেন এবং ট্রু ক্রাইম: স্ট্রিটস অফ এলএ (২০০৩), ড্রাইভার ৩ (২০০৪), হ্যালো ২ (২০০৪), এবং কল অফ ডিউটি: ব্ল্যাক অপস ২ (২০১২)-এও উপস্থিত হন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. IFP Gotham Independent Film Awards। "Gothan Awards Recipients" (পিডিএফ)। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৩, ২০১০ 
  2. ""Girlfight" a Winner"FilmFestivals.com। ডিসেম্বর ১৮, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৩, ২০১০ 
  3. Vilkomerson, Sara (অক্টোবর ১, ২০১৩)। "Michelle Rodriguez talks movies, female empowerment, and sex: 'I don't talk about what I do with my vagina'"Entertainment Weekly। ফেব্রুয়ারি ২, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৬, ২০১৪