![]() | |
নীতিবাক্য | বিউটিস ফর এ কজ |
---|---|
গঠিত | ২৮ অক্টোবর ২০০১ |
ধরন | সৌন্দর্য প্রতিযোগিতা |
সদরদপ্তর | ম্যানিলা, ফিলিপাইন |
অবস্থান |
|
দাপ্তরিক ভাষা | ইংরেজি ভাষা |
প্রেসিডেন্ট | র্যামন মনজন |
মূল ব্যক্তিত্ব | লরেন চাক |
ওয়েবসাইট | www.missearth.tv |
মিস আর্থ হচ্ছে পরিবেশের উপর ভিত্তি করে একটি বার্ষিক আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা যার মূল লক্ষ্য সকলের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি করা।[১][২][৩] এর প্রধান প্রতিদ্বন্দ্বী মিস ইন্টারন্যাশনাল,মিস ইউনিভার্স এর পাশাপাশি এটিও বিশ্বের প্রধান তিনটি সুন্দরী প্রতিযোগিতার একটি। বাকি তিনটি প্রধান প্রতিযোগিতার মতই এতেও জাতীয় পর্যায়ের সুন্দরী মুকুটধারীরা এতে অংশগ্রহণ করতে পারে। [৪][৫][৬][৭] চলতি মুকুটধারীরা তাদের বছরটি উৎসর্গ করে নির্দিষ্ট প্রকল্পের উন্নীতকরনে এবং প্রায়শই পরিবেশ ও অন্যান্য বৈশ্বিক সমস্যা বিষয়ে সুরাহা করে। [৮][৯] যেমন: স্কুল ভ্রমণ, বৃক্ষ রোপণ কার্যক্রম, রাস্তায় প্রচারণা, উপকূল় পরিষ্কার, বক্তব্যের আয়োজন, শপিং মলে ভ্রমণ, মিডিয়ায় প্রচারণা, পরিবেশ মেলা, গল্প বলার আয়োজন, ইকো ফ্যাশন শো, এবং অন্যান্য পরিবেশগত কার্যক্রমের মাধ্যমে। [১০][১১][১২]
চলতি মিস আর্থ বিজয়ী হন মিস আর্থ ফাউন্ডেশন, ইউএসইপি এবং অন্যান্য পরিবেশ সংস্থার বক্তা।[১৩][১৪][১৫] মিস আর্থ ফাউন্ডেশন অংশগ্রহণকারী দেশ সমূহের পরিবেশ বিভাগ ও মন্ত্রণালয়,বেসরকারি খাত এবং সংস্থা যেমন: গ্রীনপিস, WWF ইত্যাদির সঙ্গে কাজ করে থাকে।[১৬][১৭][১৮]
চলতি মিস আর্থ হচ্ছেন ইকুয়েডরের ক্যাথেরিন এসপিন যিনি মুকুট লাভ করেন ২৯ অক্টোবর,২০১৬ পাসেই,ফিলিপাইনে।
বছর | সংষ্করন | তারিখ | স্থান[১৯] | আয়োজক দেশ |
---|---|---|---|---|
২০০১ | ১ম | অক্টোবর ২৮ | ফিলিপাইন বিশ্ববিদ্যালয় থিয়েটার, কুইজন শহর, মেট্রো ম্যানিলা | ফিলিপাইন[২০] |
২০০২ | ২য় | অক্টোবর ২৯ | লোক সংষ্কৃতি থিয়েটার, পাসেই শহর, মেট্রো ম্যানিলা | |
২০০৩ | ৩য় | নভেম্বর ৯ | ফিলিপাইন বিশ্ববিদ্যালয় থিয়েটার, কুইজন শহর, মেট্রো ম্যানিলা | |
২০০৪ | ৪র্থ | অক্টোবর ২৪ | ||
২০০৫ | ৫ম | অক্টোবর ২৩ | ||
২০০৬ | ৬ষ্ঠ | নভেম্বর ২৬ | ফিলিপিনো লোক জাদুঘর, ম্যানিলা শহর, মেট্রো ম্যানিলা | |
২০০৭ | ৭ম | নভেম্বর ১১ | ফিলিপাইন বিশ্ববিদ্যালয় থিয়েটার, কুইজন শহর, মেট্রো ম্যানিলা | |
২০০৮ | ৮ম | নভেম্বর ৯ | ক্লার্ক এক্সপো, এঞ্জেলেস শহর, পামপানগা | |
২০০৯ | ৯ম | নভেম্বর ২২ | বোরাকে কনভেনশন সেন্টার, বোরাকে, আকলান | |
২০১০ | ১০তম | ডিসেম্বর ৪ | ভিনপার্ল ল্যান্ড এম্পিথিয়েটার, না থাঙ্গা | |
২০১১ | ১১তম | ডিসেম্বর ৩ | ফিলিপাইন বিশ্ববিদ্যালয় থিয়েটার, কুইজন শহর, মেট্রো ম্যানিলা | |
২০১২ | ১২তম | নভেম্বর ২৪ | ভার্সালেইস প্লেইস, মানটিনলুপা শহর, মেট্রো ম্যানিলা | |
২০১৩ | ১৩তম | ডিসেম্বর ৭ | ||
২০১৪ | ১৪তম | নভেম্বর ২৯ | ফিলিপাইন বিশ্ববিদ্যালয় থিয়েটার, কুইজন শহর, মেট্রো ম্যানিলা | |
২০১৫ | ১৫তম | ডিসেম্বর ৫ | মার্স হ্যালি, ভিয়েনা | অষ্ট্রিয়া |
২০১৬ | ১৬তম | অক্টোবর ২৯ | মল অফ এশিয়া এ্যরেনা, পাসেই শহর, মেট্রো ম্যানিলা | ফিলিপাইন |
২০১৭ | ১৭তম | নভেম্বর ৪ | ||
২০১৮ | ১৮তম | নভেম্বর ৩ | ||
২০১৯ | ১৯তম | অক্টোবর ২৬ | ওকাদা ম্যানিলা, প্যারানাক, মেট্রো ম্যানিলা | |
২০২০ | ২০তম | নভেম্বর ২৯ | ভার্চুয়াল প্রতিযোগিতা | ভার্চুয়াল প্রতিযোগিতা |
২০২১ | ২১তম | নভেম্বর ২১ | ||
২০২২ | ২২তম | নভেম্বর ২৯ | ওকাদা ম্যানিলা, প্যারানাক, মেট্রো ম্যানিলা | ফিলিপাইন |
২০২৩ | ২৩তম | ডিসেম্বর ২২ | ভ্যান ফুক সিটি ওয়াটার মিউজিক স্কয়ার, হো চি মিন সিটি | ভিয়েতনাম |
২০২৪ | ২৪তম | ঘোষিত হবে | হাই ফং |
বছর | প্রতিনিধিত্বকারী দেশ | মিস আর্থ | জাতীয় খেতাব | সমাগম সংখ্যা |
---|---|---|---|---|
২০২১ | ![]() |
ডেসটিনি ওয়াগনার | মিস আর্থ বেলিজ | ৮০ |
২০২২ | ![]() |
Mina Sue Choi | মিস কোরিয়া | ৮৫ |
২০২৩ | ![]() |
Drita Ziri | মিস আর্থ আলবেনিয়া | ৮৫ |