মীর মুখতার আখ্যার

মীর মুখতার আখ্যার (১৬৫৩-১৭১৯) ( উর্দু: میرمختار اخیار‎‎ ) বালতিস্তানের নূরবাক্ষী [] মর্জাদার একজন সুফি পণ্ডিত ছিলেন। তিনি উপত্যকার সামাজিক বর্ণকে পাল্টাতে সাহায্য করেছিলেন। আখ্যার ছিলেন আবু সাঈদ সাউদা (গোড়ার দিকের বালতিস্তান এবং কাশ্মীর-এর পণ্ডিত) এর পুত্র। তিনি বালতিস্তানের চারদিকে ১২টি [] খানকাহ প্রতিষ্ঠা করেছিলেন। আখিয়ার ফিকহ-ই-আহওয়াত (আইনশাস্ত্রের গ্রন্থ যা সিরাজ-উল-ইসলাম নামেও পরিচিত) বইটি অনুবাদ করেছিলেন যা তাঁর শিক্ষক শাহ সৈয়দ মুহাম্মদ নুরবখশ কাহিস্তানী আরবিতে রচনা করেছিলেন।[] তাঁর কবরটি খাপলুর কেরিসে অবস্থিত । []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Hssan Noori। Baltistan May Ashaat e Islam 
  2. History of baltistan, Hassan hsnu
  3. Engr. Nazir Hussain। Amomi Tabsira Siraj ul Islam 
  4. Aks-e-Baltistan (Tareekh-e-Keris), Muhammad Nazir