মুইজউদ্দিন কায়কোবাদ | |
---|---|
দিল্লির সুলতান | |
রাজত্ব | ১২৮৭ – ১৪ অক্টোবর ১২৯০ |
পূর্বসূরি | গিয়াসউদ্দিন বলবন |
উত্তরসূরি | শামসউদ্দিন কায়ুমারস |
মৃত্যু | ১৪ অক্টোবর ১২৯০ দিল্লি, ভারত |
রাজবংশ | মামলুক |
পিতা | নাসিরুদ্দিন বুগরা খান |
ধর্ম | ইসলাম |
মুইজউদ্দিন কায়কোবাদ (শাসনকাল ১২৮৭ – ১৪ অক্টোবর ১২৯০) ছিলেন দিল্লির ১০ম মামলুক সুলতান। তিনি ছিলেন বাংলার সুলতান বুগরা খানের পুত্র।
পুত্র মুহাম্মদের মৃত্যুর পর গিয়াসউদ্দিন বলবন তার কনিষ্ঠ পুত্র নাসিরুদ্দিন বুগরা খানকে উত্তরাধিকারী মনোনীত করতে চেয়েছিলেন। কিন্তু বুগরা খান বাংলার গভর্নর হিসেবে থাকা শ্রেয় বিবেচনা করেছিলেন। তাই বলবন তার পৌত্র ও মুহাম্মদের পুত্র কায়খসরুকে উত্তরাধিকারী মনোনীত করেন। তবে বলবনের মৃত্যুর পর অভিজাতরা বুগরা খানের পুত্র কায়কোবাদকে মসনদে বসায়।[১]
পূর্বসূরী গিয়াসউদ্দিন বলবন |
দিল্লির সুলতান ১২৮৭–১২৯০ |
উত্তরসূরী শামসউদ্দিন কায়ুমারস |
![]() |
এই ভারতীয় রাজ ব্যক্তিত্বের জীবনী বিষয়ক নিবন্ধটিটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |