মুকাদ্দিমাতু ইবনে সালাহ (গ্রন্থ)

মুকাদ্দিমাতু ইবনে সালাহ
লেখকইবনে আস সালাহ
দেশইরাক
ভাষাআরবি
ধরনহাদিসশাস্ত্র (উলুমুল হাদিস)
প্রকাশিতদারুল কুতুব
আইএসবিএন ১-৮৫৯৬৪-১৫৮-X

মুকাদ্দিমাতু ইবনে সালাহ হল বিখ্যাত সুন্নি আলেমহাদিসবিশারদ ইমাম ইবনে সালাহ কর্তৃক রচিত হাদিসশাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলির একটি। উলুমুল হাদিসহাদিসের পরিভাষা ব্যাখ্যায় এটিকে সর্বশেষ ও সবচেয়ে সুবিন্যস্ত সংযোজন বলে অভিহিত করা হয়। বইয়ে লেখকের দেওয়া নাম হল: মারিফাতু আনওয়ায়ি উলুমিল হাদিস। এটির লেখক হাফিজ আবু আমর উসমান বিন আব্দুর রহমান বিন মুসা আল-কুর্দি শাহরাজুরি ৬৪৩ হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি ইবনে সালাহ নামে বিখ্যাত ছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ibn al-Ṣalāḥ al-Shahrazūrī, ʻUthmān ibn ʻAbd al-Raḥmān, or 1182-1245 (২০০৫)। An introduction to the science of the Ḥadīth : Kitab Maʻrifat anwāʻ ʻilm al-ḥadīth। Eerik Dickinson, Centre for Muslim Contribution to Civilization। Reading: Garnet। আইএসবিএন 1-85964-152-0ওসিএলসি 56459268