মুকুল ওয়াসনিক | |
---|---|
সাধারণ সম্পাদক এর সর্বভারতীয় কংগ্রেস কমিটি | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১২ সেপ্টেম্বর২০২০ | |
সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক | |
কাজের মেয়াদ ৩১মে ২০০৯ – ২৭ অক্টোবর ২০১২ | |
পূর্বসূরী | মীরা কুমার |
উত্তরসূরী | সেলজা কুমারী |
শিক্ষা প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ১৯৯৩ – ১৯৯৬ | |
মন্ত্রী | অর্জুন সিং |
যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ১৯৯৩ – ১৯৯৬ | |
সংসদীয় বিষয় প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ১৯৯৩ – ১৯৯৬ | |
মন্ত্রী | পি ভি নরসিমহা রাও |
সংসদ সদস্য, লোকসভা | |
কাজের মেয়াদ ২০০৯ – ২০১৪ | |
পূর্বসূরী | প্রকাশ যাদব |
উত্তরসূরী | ক্রুপাল তুমানে |
নির্বাচনী এলাকা | রামটেক |
কাজের মেয়াদ ১৯৯৮ – ১৯৯৯ | |
পূর্বসূরী | আনন্দরাও বিথোবা আদুল |
উত্তরসূরী | আনন্দরাও বিথোবা আদুল |
নির্বাচনী এলাকা | বুলধানা |
কাজের মেয়াদ ১৯৯১ – ১৯৯৬ | |
পূর্বসূরী | সুখদেব নানাজী কালে |
উত্তরসূরী | আনন্দরাও বিথোবা আদুল |
নির্বাচনী এলাকা | বুলধানা |
কাজের মেয়াদ ১৯৮৪ – ১৯৮৯ | |
পূর্বসূরী | বালকৃষ্ণ রামচন্দ্র ওয়াসনিক |
উত্তরসূরী | সুখদেব নানাজী কালে |
নির্বাচনী এলাকা | বুলধানা |
ভারতীয় যুব কংগ্রেস এর সভাপতি | |
কাজের মেয়াদ ১৯৮৮ – ১৯৯০ | |
ভারতের জাতীয় ছাত্র ইউনিয়ন এর সভাপতি | |
কাজের মেয়াদ ১৯৮৪ – ১৯৮৬ | |
কোষাধ্যক্ষ ভারতের জাতীয় ছাত্র ইউনিয়ন | |
কাজের মেয়াদ ১৯৮৪ – ১৯৮৫ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২৭ সেপ্টেম্বর ১৯৫৯ |
রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস |
দাম্পত্য সঙ্গী | রাভিনা ওয়াসনিক |
পিতা | বালকৃষ্ণ রামচন্দ্র ওয়াসনিক |
শিক্ষা | বিএসসি, এমবিএ |
প্রাক্তন শিক্ষার্থী | নাগপুর বিশ্ববিদ্যালয় |
'মুকুল ওয়াসনিক (মারাঠি: मुकुल बाळकृष्ण वासनिक; জন্ম ২৭ সেপ্টেম্বর ১৯৫৯) একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ছিলেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী।[১] তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত মহারাষ্ট্র রামটেক (লোকসভা কেন্দ্র) নির্বাচনী এলাকা থেকে প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) রাজনৈতিক দলের সদস্য। তিনি একজন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি-এর সাধারণ সম্পাদক।
তিনি মারাঠিতে বৌদ্ধ ধর্ম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বৌদ্ধ প্রবীণ কংগ্রেস নেতা এবং তিনবারের সাংসদ, বালকৃষ্ণ রামচন্দ্র ওয়াসনিক পরিবারের সদস্য।[২][৩]
এর আগে তিনি বুলধানা (লোকসভা কেন্দ্র) থেকে প্রতিনিধিত্ব করছেন। ১৯৮৪ সাল থেকে ওয়াসনিক ২৫ বছর বয়সে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হন। তিনি পর্যায়ক্রমে জিতা এবং হারার দিকে ঝুঁকেছেন। বুলধানা থেকে - ১৯৮৪ সালে জয় লাভ করে এবং ১৯৮৯ সালে পরবর্তী পরাজয়, ১৯৯১ সালে জয় লাভ করে এবং ১৯৯৬ সালে পরবর্তী তে পরাজিত হয়, ১৯৯৮ সালে জয় লাভ করে এবং ১৯৯৯ সালে পরাজিত হন।[৪]
ওয়াসনিক ১৯৮৪-১৯৮৬ সালে ভারতের জাতীয় ছাত্র ইউনিয়ন জাতীয় সভাপতি নির্বাচিত হন।
পরবর্তীতে ওয়াসনিক ১৯৮৮-১৯৯০ সালে ভারতীয় যুব কংগ্রেস সভাপতি নির্বাচিত হন।
২০২০ সালের মার্চ মাসে, মুকুল ওয়াসনিক ৬০ বছর বয়সে তার বন্ধু রবিনা খুরানাকে বিয়ে করেন।
রাজনৈতিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী মীরা কুমার |
সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী অজানা |
নির্ধারিত হয়নি |
টেমপ্লেট:Cabinet of Manmohan Singh টেমপ্লেট:15th LS members from Maharashtra