অবস্থান | রাজশাহী, বাংলাদেশ |
---|---|
স্থানাঙ্ক | ২৪°২২′৩৬.১৬″ উত্তর ৮৮°৩৬′২৩.০৫″ পূর্ব / ২৪.৩৭৬৭১১১° উত্তর ৮৮.৬০৬৪০২৮° পূর্ব |
মালিক | জাতীয় ক্রীড়া পরিষদ[২] |
পরিচালক | রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা রাজশাহী জেলা মহিলা ক্রীড়া সংস্থা |
ধারণক্ষমতা | ২০,০০০[১] |
উপস্থিতির রেকর্ড | ২২,০০০[৩] |
উপরিভাগ | ঘাস |
চালু | ১৯৬০[১] |
ভাড়াটে | |
রাজশাহী ক্রিকেট দল রাজশাহী ফুটবল দল |
মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম (রাজশাহী জেলা স্টেডিয়াম নামেও পরিচিত) বাংলাদেশের রাজশাহী জেলায় অবস্থিত একটি স্টেডিয়াম। ১৯৬০ সালে স্টেডিয়ামটির যাত্রা শুরু হয়।[১] রাজশাহী জেলায় ৩টি বিভিন্ন-উদ্দেশ্যর ক্রীড়া মাঠ রয়েছে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম ও অন্যটি হচ্ছে শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম। এটি রাজশাহী জেলার দ্বিতীয় গুরুত্বপূর্ণ খেলার স্থান। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ২০,০০০[১] তবে ২০১৪ সালের ২৭ অক্টোবর এই স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও শ্রীলংকা জাতীয় ফুটবল দলের মধ্যে ফিফা আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়। সেই খেলায় ২২ হাজার দর্শক উপস্থিত ছিল।[৩] ২০ নভেম্বর ২০১১ সালে জাতীয় ক্রীড়া পরিষদ এই স্টেডিয়ামের নাম রাজশাহী জেলা স্টেডিয়াম থেকে পরিবর্তন করে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম নামকরণ করে।[২]
২০২২ সাল থেকে স্টেডিয়ামটিকে বাংলাদেশের পেশাদার ফুটবল ক্লাব বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব তাদের স্বাগতিক মাঠ হিসেবে ব্যবহার করছে।[৮] ২০২২-২৩ মৌসুমে মাঠটি ফর্টিস ফুটবল ক্লাবের স্বাগতিক স্টেডিয়াম ছিল।[৯]