মুঙ্গের বিভাগ, বিহার मुंगेर प्रमंडल, बिहार | |
---|---|
![]() | |
জেলা | মুঙ্গের, জামুই, খগড়িয়া, লখিসরাই, বেগুসরাই ও শেখপুরা |
সদর | মুঙ্গের |
জনসংখ্যা (২০১১) | ৬,৪০৮,৩৭৫ |
কমিশনার | লিয়ান কুঙ্গা[১] |
ওয়েবসাইট | munger |
মুঙ্গের বিভাগ হল ভারতের বিহার রাজ্যের একটি প্রশাসনিক বিভাগ। এই বিভাগের সদর শহর মুঙ্গের। ২০১৫ সালের পরিস্থিতি অনুসারে, মুঙ্গের জেলা, জামুই জেলা, খগড়িয়া জেলা, লখিসরাই জেলা, বেগুসরাই জেলা, ও শেখপুরা জেলা এই বিভাগের অন্তর্গত। এই সব কটি জেলা পূর্বে বৃহত্তর মুঙ্গের জেলার অন্তর্গত ছিল।[২][৩]