Muzaffargarh District ضِلع مُظفّرگڑھ | |
---|---|
জেল | |
![]() পাঞ্জাবের মুজাফফারগড় জেলার অবস্থান (কমলা দিয়ে চিহ্নিত করা হয়েছে )। | |
স্থানাঙ্ক: ৩০°২০′ উত্তর ৭১°০৫′ পূর্ব / ৩০.৩৩৩° উত্তর ৭১.০৮৩° পূর্ব | |
দেশ | ![]() |
প্রদেশ | ![]() |
সদর দপ্তর | মুজাফফারগড় |
সরকার | |
• ধরন | জেলা সরকার |
• জেলা প্রশাসক | মুহাম্মদ সাইফ আনোয়ার জাপা[১] |
• চেয়ারম্যান | সরদার হাফিজ মুহাম্মদ উমর খান গোপান |
• জেলা পুলিশ কর্মকর্তা | অয়েজ আহমদ মালিক[২] |
জনসংখ্যা (২০১৭)[৩] | |
• মোট | ৪৩,২২,০০৯ |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
তহসিলের সংখ্যা | ৪ |
মুজাফফারগড় জেলা (উর্দু: ضِلع مُظفّرگڑھ) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি অন্যতম জেলা। মুজাফফারগড় শহর হচ্ছে মুজাফফারগড় জেলার প্রধান সদর দপ্তর। এটি চিনাব নদীর তীরে অবস্থিত।
জেলা প্রশাসনিকভাবে নিম্নোক্ত ৪টি তহসিল (উপবিভাগ) বিভক্ত, যার মধ্যে থেকে মোট ৯৩টি ইউনিয়ন পরিষদ রয়েছে:[৪]
তহসিল | ইউনিয়নের সংখ্যা |
---|---|
আলিপুর | ১৪ |
জাতই | ১৬ |
কোট আদু | ২৮ |
মুজাফফারগড় | ৩৫ |
মোট | ৯৩ |
প্রধান জাতিগত গোষ্ঠী সারাইকি ভাষায় কথা বলে থাকেন জাত সংখ্যালঘু সম্প্রদায়। এছাড়াও সরিয়াকি ভাষাভাষী গুজজার, বেলুচ, রাজপুত ও পাঠানদের সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠী রয়েছে।[৫] ১৯৯৮ সালের আদমশুমারির হিসাব অনুযায়ী, জেলার পরিবারের যোগাযোগের প্রথম ভাষা বা মাতৃভাষা হিসাবে লোকজন ৮৬.৩% সরাইকি ভাষা ব্যবহার করেন। এছাড়াও ৭.৪% পাঞ্জাবি এবং ৪.৯% উর্দু ভাষায় কথা বলে বলেন। [৬]
উইকিমিডিয়া কমন্সে মুজাফফারগড় জেলা সম্পর্কিত মিডিয়া দেখুন।