লেখক | ইমাম আত-তাবারানি |
---|---|
মূল শিরোনাম | المعجم الأوسط للطبراني |
ভাষা | আরবি |
ধরন | হাদিস সংকলন |
হাদিথ |
---|
বিষয়ের উপর ধারাবাহিকভাবে লিখিত |
|
আল-মুজামুল আওসাত (আরবি: المعجم الأوسط للطبراني;ইংরেজি:Al-Muzamul Awsat), হাদিস বর্ণনাকারী মহান ইমাম আত-তাবারানি (৮৭৪-৯৭১ খ্রি:, ২৬০–৩৬০ হি:) রচিত একটি বিখ্যাত হাদিস গ্রন্থ ।[১]
এতে মাকতাবা শামিলা অনুসারে প্রায় সাড়ে নয় হাজার (৯৫০০) হাদিস রয়েছে ।[২] এটি হাদিসের অন্যতম প্রধান গ্রন্থ যা ইমাম আত-তাবারানি রচিত তার অন্যান্য মুজাম গ্রন্থের ধারাবাহিক পাশে রচিত । গ্রন্থটিতে সহিহ (বিশুদ্ধ সনদ সংবলিত), দাইফ (দুর্বল সনদ সংবলিত) এবং মাওদো (বানানো) বর্ণনা রয়েছে । [৩]
গ্রন্থটি বিশ্বের বিভিন্ন প্রকাশনী প্রতিষ্ঠান বিভিন্ন ভাষায় প্রকাশ করেছে: