মুজিব কোট

বঙ্গবন্ধু মুজিব কোট পরিহিত অবস্থায়

মুজিব কোট হচ্ছে পুরুষদের জন্য তৈরি এক ধরনের কালো কোট। এটি একটি হাতাকাটা, উঁচু-গলা বিশিষ্ট ও নিম্ন অংশে দুটি পকেট ও পাঁচ বা ছয় বোতাম সমেত নকশাকৃত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমান কর্তৃক ব্যবহৃত একটি পোশাক।[]

ইতিহাস

[সম্পাদনা]

মুজিব কোট মূলত নেহরু জ্যাকেটের একটি সংস্করণ, যা ১৯৪৭ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহ্‌রু পরতেন।[] অনেকের মতে শেখ মুজিব ছয় বোতাম বিশিষ্ট এই কোটটি পরতেন, যা ১৯৬৬-এর ছয়-দফা দাবীর সাথে সম্পর্কিত। তবে, বঙ্গবন্ধুর কিছু ঘনিষ্ঠজন এবং প্রবীণ আওয়ামী লীগ নেতাদের দাবি যে মুজিব কোট এবং ছয় দফা সনদের মধ্যে কোনও সম্পর্ক নেই। শেখ মুজিব এই কোটটি কবে থেকে পরতে শুরু করেছিলেন তা স্পষ্টভাবে জানা যায়নি, তবে বলা হয় যে ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি এই কোটটি পরতে শুরু করেন। তবে আগরতলা ষড়যন্ত্র মামলায় মুজিবের আইনজীবী কামাল হোসেন বলেন যে ১৯৬৮ সাল থেকে মুজিব এই স্বতন্ত্র নকশার পোশাকটি পরতে শুরু করেছিলেন।[]

জনপ্রিয়তা

[সম্পাদনা]

আধুনিক যুগের রাজনীতিবিদদের মধ্যে এই কোটটি জনপ্রিয়।[] এটি এখন একটি আইকন হিসাবে স্বীকৃত, বিশেষত আওয়ামী লীগের নেতারা তাদের নেতার আদর্শ ও ঐতিহ্য ধারণের অংশ হিসাবে মুজিব কোট ব্যবহার করেন। তরুণ প্রজন্ম বিভিন্ন ধরনের শৈলীসহ এই কোট পরে থাকে।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ফিরদৌসি, ইসরাত। The year that was। বস্তু প্রকাশন। ওসিএলসি 36884426 
  2. "৬ বোতামের মুজিব কোট"www.deshebideshe.com। ১১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০ 
  3. "বঙ্গবন্ধু ও মুজিব কোট"যুগান্তর। ১৯ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৮ 
  4. "রাজনীতিবিদদের ফ্যাশন"বাংলাদেশ প্রতিদিন। ২৮ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০ 
  5. "সোনালি আঁশে মুজিব কোট"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৮