মুতাওয়াক্কিল المتوكل على الله جعفر بن المعتصم | |||||
---|---|---|---|---|---|
আব্বাসীয় খিলাফতের ১০ম খলিফা | |||||
রাজত্ব | ৮৪৭–৮৬১ | ||||
পূর্বসূরি | আল ওয়াসিক | ||||
উত্তরসূরি | আল মুনতাসির | ||||
জন্ম | মার্চ ৮২২ | ||||
মৃত্যু | ১১ ডিসেম্বর ৮৬১ | ||||
| |||||
রাজবংশ | আব্বাসীয় | ||||
পিতা | আল মুতাসিম | ||||
মাতা | শুজা | ||||
ধর্ম | ইসলাম |
জাফর ইবনে মুহাম্মদ মুতাসিম বিল্লাহ (আরবি: جعفر بن محمد المعتصم بالله; মার্চ ৮২২ – ১১ ডিসেম্বর ৮৬১) বা মুতাওয়াক্কিল আলাল্লাহ (المتوكل على الله, "He who relies on God"/যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে / আল্লাহর উপর ভরসা রাখা ব্যক্তি) এই নামে বেশি পরিচিত) ছিলেন ১০ম আব্বাসীয় খলিফা। তিনি ৮৪৭ সাল থেকে ৮৬১ সাল পর্যন্ত শাসন করেন।[১] তিনি তার ভাই আল ওয়াসিকের উত্তরসুরি হয়েছিলেন। তিনি মিহনার সমাপ্তি ঘটান।
মুতাওয়াক্কিলের জন্ম ফেব্রুয়ারি / মার্চ ৮২২ সালে আব্বাসীয় রাজকুমার আবু ইসহাক মুহাম্মদ এবং সুজার নামে খোয়ারাজমের এক দাস উপপত্নীর ঘরে জন্মগ্রহণ করেন।[২] তাঁর প্রথম জীবন অস্পষ্ট, কারণ ৮৪৭ সালেের আগস্টের তার বড় ভাই আল-ওয়াসিকের মৃত্যুর আগ পর্যন্ত রাজনৈতিক বিষয়ে তিনি কোনও ভূমিকা পালন করেননি।[২]
তার নিষ্ঠরতার জন্য ঐতিহাসিকগণ তাকে আরবদের নীরো বলে অভিহিত করেন। তিনি ছিলেন গোঁড়া সুন্নীপন্থী। তাই তিনি শিয়া ও মুতাযিলাদের প্রতি কঠোর ছিলেন। এছাড়াও বিখ্যাত তুর্কি সেনাপতি ঈতাখকে হত্যা করেন ও কারবালায় ইমাম হোসাইন (রা.) এর মাযার ধ্বংস করেন।[৩]
|তারিখ=
(সাহায্য)
|তারিখ=
(সাহায্য)মুতাওয়াক্কিল জন্ম: ৮২১ মৃত্যু: ৮৬১
| ||
সুন্নি ইসলাম পদবীসমূহ | ||
---|---|---|
পূর্বসূরী আল ওয়াসিক |
ইসলামের খলিফা ৮৪৭–৮৬১ |
উত্তরসূরী আল মুনতাসির |