মুনলাইট | |
---|---|
![]() | |
Moonligt | |
পরিচালক | ব্যারি জেনকিন্স |
প্রযোজক | |
চিত্রনাট্যকার | ব্যারি জেনকিন্স |
উৎস | টারেল আলভিন ম্যাকক্রেনি কর্তৃক ইন মুনলাইট ব্ল্যাক বয়েজ লুক ব্লু |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | নিকোলাস ব্রিটেল |
চিত্রগ্রাহক | জেমস ল্যাক্সটন |
সম্পাদক | ন্যাট স্যান্ডারস জোই ম্যাকমিলন |
প্রযোজনা কোম্পানি | এটুফোর |
পরিবেশক | এটুফোর |
মুক্তি | টেলুরাইড:২০১৬:১০, ২ সেপ্টেম্বর ২০১৬ (২১) |
স্থিতিকাল | ১১১ মিনিট[১] |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১.৫ মিলিয়ন[২][৩] |
আয় | $২৮ মিলিয়ন[৪] |
মুনলাইট (বাংলা: চাঁদের আলো) ব্যারি জেনকিন্স পরিচালিত ২০১৬ সালের নাট্য চলচ্চিত্র। টারেল আলভিন ম্যাকক্রেনির অপ্রকাশিত নাটক ইন মুনলাইট ব্ল্যাক বয়েজ লুক ব্লু অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন জেনকিন্স। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ট্রেভান্তে রোডস, আন্দ্রে হল্যান্ড, জেনেল মোনি, অ্যাস্টোন স্যান্ডারস, ঝারেল জেরমি, নাওমি হ্যারিস, মাহেরশালা আলী, আলেক্স হিবার্ট।
২০১৬ সালের ২ সেপ্টেম্বর টেলুরাইড চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়। পরে এটুফোরের পরিবেশনায় ছবিটি ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পায়।
মুনলাইট মুক্তির পর সর্বোপরি সমালোচকদের প্রশংসা অর্জন করে। ছবিটি ৭৪তম গোল্ডেন গ্লোব পুরস্কার এ সেরা নাট্য চলচ্চিত্রের পুরস্কার লাভ করে এবং আরও পাঁচটি বিভাগে মনোনয়ন লাভ করে। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ আটটি বিভাগে একাডেমি পুরস্কার লাভ করে।
মুনলাইট অস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার বিজয়ী প্রথম চলচ্চিত্র যেখানে সকল অভিনয়শিল্পীরা কৃষ্ণাঙ্গ, প্রথম এলজিবিটি চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার বিজয়ী দ্বিতীয় সর্বনিম্ন আয়করা চলচ্চিত্র (প্রথম স্থানে দ্য হার্ট লকার)।[৫][৬][৭] শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে পুরস্কার জয়ী মাহেরশালা আলী প্রথম মুসলিম হিসেবে অভিনয়ের জন্য অস্কার লাভ করেন।[৮]
মুনলাইট চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নিকোলাস ব্রিটেল।
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "এভরি নিগার ইজ অ্যা স্টার" | বরিস গার্ডিনার | ৩:১৯ |
২. | "লিটল্স" | নিকোলাস ব্রিটেল | ০:৫৯ |
৩. | "রাইড হোম" | নিকোলাস ব্রিটেল | ০:৪৭ |