কাঞ্চনা | |
---|---|
পরিচালক | রাঘব লরেন্স |
প্রযোজক | রাঘব লরেন্স |
রচয়িতা | রাঘব লরেন্স |
শ্রেষ্ঠাংশে | রাঘব লরেন্স শরত কুমার শ্রীমান Kovai Sarala দেবাদর্শিনী লক্ষ্মী রায় |
সুরকার | S. Thaman |
চিত্রগ্রাহক | ভেটরি কৃষ্ণস্বামী |
সম্পাদক | Kishore Te. |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | Sri Thenandal Films (তামিল) শ্রী লক্ষ্মী নরসিংহ প্রোডাকশন (তেলুগু) |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৭০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
নির্মাণব্যয় | ₹ ৭০ মিলিয়ন (ইউএস$ ৮,৫৫,৬৩১) |
আয় | ₹৬৮৭ মিলিয়ন (ইউএস$ ৮.৪ মিলিয়ন)[১] |
কাঞ্চনা (তামিল: காஞ்சனா) ২০১১ সালে মুক্তি পাওয়া তামিল ভাষায় নির্মিত একটি ভৌতিক ও কমেডি ধাঁচের চলচ্চিত্র। ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেন অভিনেতা রাঘব লরেন্স। এটি চলচ্চিত্র ধারাবাহিক মুনি এর দ্বিতীয় পর্ব। পরবর্তীতে চলচ্চিত্রটি হিন্দী ভাষায় পুনর্নির্মিত হয়।[২][৩]