![]() | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মুনির মুহান্নদ মুহাম্মদি | ||
জন্ম | ১০ মে ১৯৮৯ | ||
জন্ম স্থান | মেলিয়া, স্পেন | ||
উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | নুমানসিয়া | ||
জার্সি নম্বর | ১ | ||
যুব পর্যায় | |||
গয়ু রো | |||
২০০৮ | সেউতা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৮–২০০৯ | সেউতা বি | ||
২০০৯ | আলমেরিয়া বি | ৪ | (০) |
২০০৯–২০১০ | মেলিয়া বি | ||
২০১০–২০১৪ | মেলিয়া | ৭৪ | (০) |
২০১৪– | নুমানসিয়া | ৭৪ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৫– | মরক্কো | ২৫ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৮ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
মুনির মুহান্নদ মুহাম্মদি (জন্ম: ১০ মে ১৯৮৯), সাধারণত মুনির নামেই অধিক পরিচিত, হলেন একজন পেশাদার ফুটবলার, যিনি স্পেনীয় ক্লাব নুমানসিয়া এবং মরক্কো জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।
মরক্কোর ঐতিহ্য বহনকারী হওয়ায়, ২০১৪ সালে, তিনি মরক্কো জাতীয় দলের হয়ে অভিষেক করেন। ২০১৫ সালের ৯ই মার্চ তারিখে, উরুগুয়ের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচের জন্য মরক্কো দলে তৎকালীন কোচ এজ্জাকি বাদু দ্বারা প্রথমবারের মতো ডাক পান।[২] এবং উক্ত ম্যাচে মরক্কোর হয়ে অভিষেক করেন, যেখানে মরক্কো ০–১ গোলে হেরে যায়।[৩]
২০১৬ সালের ২৯শে ডিসেম্বর তারিখে, ২০১৭ আফ্রিকান কাপ অফ নেশন্সের জন্য এর্ভে রেনার্দের ২৩ সদস্যের দলে স্থান পান,[৪] এবং ইয়াসিন বুনুর আগে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ খেলেন। রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত মরক্কো দলে স্থান পান।[৫]