মুমতাজ মহল | |||||
---|---|---|---|---|---|
মোঘল সাম্রাজ্যের সম্রাজ্ঞী স্ত্রী | |||||
পাদশাহ বেগম | |||||
কার্যকাল | ১৯শে জানুয়ারি ১৬২৮ – ১৭ই জুন ১৬৩১ | ||||
পূর্বসূরি | নূর জাহান | ||||
উত্তরসূরি | জাহানারা বেগম সাহিব | ||||
জন্ম | আর্জুমন্দ বানু বেগম ২৯শে অক্টোবর ১৫৯৩ আগ্রা, মোগল সাম্রাজ্য | ||||
মৃত্যু | ১৭ জুন ১৬৩১ বুরহানপুর, মোগল সাম্রাজ্য | (বয়স ৩৭)||||
সমাধি | |||||
দাম্পত্য সঙ্গী | শাহ জাহান (বি. ১৬১২) | ||||
বংশধর অন্যান্যদের মধ্যে… | |||||
| |||||
রাজবংশ | তৈমূরীয় (বৈবাহিকসূত্রে) | ||||
পিতা | আবুল হাসান আসফ খান | ||||
মাতা | দীওয়ানজী বেগম | ||||
ধর্ম | শিয়া ইসলাম[১][২][৩][৪][৫] |
মুমতাজ মহল সাধারণ ডাকনাম আরজুমান্দ বানু বেগম (ফার্সি: ﻣﻤﺘﺎﺯ ﻣﺤﻞ; উচ্চারণ/mumtɑːz mɛhɛl/; অর্থ "প্রাসাদের অলঙ্কার"), যিনি ভারতের আগ্রায় ১৫৯৩ খ্রিষ্টাব্দের ২৯ অক্টোবর জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন পারস্যের মহানুভব আবদুল হাসান আসাফ খান, যিনি সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূর জাহানের ভাই। মুমতাজ ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলেন। তার বিয়ে হয়েছিল মাত্র ১৯ বছর বয়সে মে ১০, ১৬১২ খ্রিষ্টাব্দে যুবরাজ খুর্রম এর সাথে, যিনি পরবর্তীকালে মুঘল সম্রাট শাহ জাহান (প্রথম) নামে তাখ্ত ই তাউস বা ময়ূর সিংহাসনে বসেন। মুমতাজ শাহ জাহানের প্রথম স্ত্রী ছিলেন এবং তিনি শাহ জাহানের পছন্দের ছিলেন। মুমতাজ মৃত্যুবরণ করেন ডেক্কান বর্তমানে মধ্যপ্রদেশের অন্তর্গত বুরহানপুরে জুন ১৭, ১৬৩১ খ্রিষ্টাব্দে তার চতুর্দশ সন্তান জন্মদানের সময়, এক কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন নাম রাখা হয়েছিল গৌহর বেগম। মৃত্যুর পর মুমতাজকে সমাহিত করা হয়েছিল আগ্রার তাজ মহলে। মমতাজ তার ফুফু নূরজাহানের মতোই অসামান্য রূপ ও গুণের অধিকারিণী ছিলেন। তিঁনি তাঁর সৌন্দর্যের মায়ায় সম্রাট শাহজাহানকে আবদ্ধ করেছিলেন। তাজমহল তাঁর স্ত্রীর প্রতি এক অসাধারণ প্রেমেরই প্রতীক।
She was religiously a Shi'a Muslim.