মুমতাজ সরকার | |
---|---|
জন্ম | মুমতাজ সরকার ১৫ সেপ্টেম্বর ১৯৮৬ কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৯-বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | ভূতের ভবিষ্যৎ, আশ্চর্য প্রদীপ |
শৈলী | ড্রামা, রোমান্টিক, কমেডি |
উচ্চতা | ৫ ফু ৬.১৪ ইঞ্চি (১.৬৮ মি)[১] |
মুমতাজ সরকার হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।[২] তিনি হলেন যাদুকর পি.সি. সরকার জুনিয়র এবং জয়শ্রী দেবীর সর্বকনিষ্ঠ কন্যা। মুমতাজ বাংলাদেশ থেকে পপ শিল্পী মেহরীনের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন । তিনি প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে হাজির হন "ভোরাই: দ্যা ম্যালাডাইজ অব ডান" যেটি পরিচালনা করেন সুভ্রজিত মিত্র ও প্রযোজনা করেছেন এনআইবিএস।[৩]
মুমতাজ কলকাতার মডার্ণ গার্লস হাই স্কুল থেকে পড়াশুনা করেছিলেন। [৪] এরপর তিনি সাউথ কলকাতার আইন কলেজের অধীনে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।[৫] খেলাধুলা করা হল তার শখ। একজন প্রতিযোগী হিসেবে তিনি বেঙ্গল বক্সিং ফেডারেশনের অধীনে দক্ষিণ কলকাতার ক্লাব থেকে বক্সিং প্রশিক্ষণ লাভ করেন॥[৬] এছাড়াও তিনি জুডোর প্রশিক্ষণও নিচ্ছেন।[৭] পাশাপাশি তিনি একজন শাস্ত্রীয় নৃত্য শিল্পী। তিনি ওয়াইএমসি থেকে শট ফুটে (বল নিক্ষেপ) স্বর্ণপদক লাভ করেন।
তার অভিনীত প্রথম চলচ্চিত্র ০৩৩ যেটি পরিচালনা করেন বিরশা দাশগুপ্ত।[৮] তিনি টলিউডের বড় পর্দায় চলচ্চিত্র নো প্রবলেম (২০০৭) ছবিতে চুক্তিবদ্ধ হন। ছবিটি পরিচালনা করেছেন সৌমিক সেন।[৩][৯][১০][১১]
তিনি মুসলমানীর গল্প নামে বাংলা ছায়াছবির একটি মুসলিম নারী ভূমিকায় রয়েছেন। এরপর তিনি একটি সুন্দরী হিন্দু মেয়ে কমলার ভূমিকা অভিনয় করেছেন যে গল্পে কুখ্যাত ডাকাত মধুমালার অপহরণ করেছিল চলচ্চিত্রটি এমনভাবে সাজান হয়েছে। ছবিটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তার জীবনের শেষ পর্যায়ে এসে এই গল্পটি নির্মাণ করেছিলেন। ১৯৪১ সালের ২৪/২৫ জুন গল্পটির একটি খসড়া লিখেছিলেন (সম্ভবনঃ তিনি মারা যাওয়ার যাওয়ার এক এবং অর্ধ মাস আগে)। ছবিটির উক্ত খসড়ার উপর ভিত্তি করা নির্মাণ করা হয় যাতে বিপ্লব চ্যাটার্জী সহ আরও অনেকে অভিনয় করেছেন।[১২][১৩]
২০১১ সালে বিখ্যাত দুঃসাহসিক এডভেঞ্চার কাকাবাবু সিরিজ যেটি সুনীল গঙ্গোপাধ্যায় এর রচনার উপর ভিত্তি করে নির্মাণ করা টেলিফিল্ম "কলকাতার জঙ্গলে এবং রাজবাড়ীর রহস্য" তে অভিনয় করেন। ভবিষ্যতের সংস্করণগুলিতে সংশ্লিষ্ট সিরিজ অনুসরণ করা হয়েছে।[১৪] এই টেলিফিল্ম গুলি প্রযোজনায় করেছেন "মহুয়া ফিল্মস"।
২০১২ সাল শুরু করেছিলেন তার কর্মজীবনের সবচেয়ে বড় সাফল্য "ভূতের ভবিষ্যৎ" নামক চলচ্চিত্রের মাধ্যমে। একটি ডাই হার্ড রোমান্টিক যুবতীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে চিত্রাঙ্কনে তার মুকুটে আরও পালক যোগ করেন। তার সহ-তারকা অভিনেতা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়; পরমব্রত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায় ও মীর.[১৫]
তার পরবর্তী চলচ্চিত্র "কাঞ্চেনজুনগা এক্সপ্রেস" রোমাঞ্চকর ধাচের গল্পটি নিয়ে করা হয়েছে। গল্পটি গড়ে উঠেছে "নন্দিনী" চরিত্রটিকে ঘিরে যিনি এনজিতে কাজ করেন এবং ৩ বার বিয়ে করেছেন। সবশেষে বিভ্রান্তিকর পরিস্থিতির কারণে তিনি মৃত্যুবরণ করেন। ছবিটি পরিচালনা করেছেন অর্ণব ঘোষ এবং ২০১২ সালের জুন মাসের মধ্য সময়ে মুক্তি করা হবে নির্ধারিত হয়।[১৬]
তার আসন্ন মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মধ্যে আরেকটি হল "কয়েকটি মেয়ের গল্প", পরিচালনা করেছেন সুব্রত সেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুমতাজ, রাইমা সেন ও পার্ণো মিত্র.[১৭] তিনি সোমনাথ সেন পরিচালিত একটি চলচ্চিত্র আত্মগোপন এর জন্য চক্তিবদ্ধ হয়েছেন। উক্ত চলচ্চিত্রে মুমতাজ সরকার "আনু" চরিত্রে অভিনয় করছেন এবং সুভাষ চ্যাটার্জী তার "বাবা" এর চরিত্রে অভিনয় করেছেন।[১৮]
বাসন্তী দেবী | পি সি সরকার | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
মানিক সরকার | শিখা দেবী | পি সি সরকার জুনিয়র | জয়শ্রী দেবী | পিসি সরকার ইয়ং | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পিয়া সরকার | পায়েল সরকার | মনিকা সরকার | মৌবাণী সরকার | মমতাজ সরকার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||