মুরাদ পারভেজ | |
---|---|
জন্ম | মুরাদ পারভেজ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | চলচ্চিত্র পরিচালক |
কর্মজীবন | ২০০৮–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | চন্দ্রগ্রহণ বৃহন্নলা |
দাম্পত্য সঙ্গী | সোহানা সাবা (বি. ২০১৫) (বিবাহ বিচ্ছেদ) |
পুরস্কার | পূর্ণ তালিকা |
মুরাদ পারভেজ একজন বাংলাদেশী নাট্য ও চলচ্চিত্র নির্মাতা।[১] প্রথমে নাটক পরিচালনা দিয়ে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে চলচ্চিত্র নির্মাণও করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র চন্দ্রগ্রহণ। এই চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরচালক বিভাগে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[২]
মুরাদ পারভেজ ২০০৮ সালে চন্দ্রগ্রহণ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন। সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত রানিঘাটের বৃত্তান্ত গল্প অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেন রিয়াজ, সোহানা সাবা, চম্পাসহ আরও অনেকে।[৩] এই চলচ্চিত্র পরিচালনার জন্য মুরাদ পারভেজ শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ২০০৯ সালে প্রদত্ত মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।[৪] চলচ্চিত্রটি এই বছর লন্ডনের রেইনবো চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শিত হয় এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।[৫] একই বছর চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি বিভাগে বাচসাস পুরস্কার অর্জন করে। মুরাদ পারভেজ শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে পুরস্কৃত হন।[৬] এছাড়া ২০১০ সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি বিভাগে পুরস্কৃত হয়। মুরাদ পারভেজ শ্রেষ্ঠ পরিচালক, চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা বিভাগে তিনটি পুরস্কার অর্জন করে।[৭]
ছয় বছর পর ২০১৪ সালে তার দ্বিতীয় চলচ্চিত্র বৃহন্নলা মুক্তি পায়। বাংলাদেশ সরকার কর্তৃক অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটিতে অভিনয় করেন ফেরদৌস আহমেদ, সোহানা সাবা, ইন্তেখাব দিনার। চলচ্চিত্রটি ২০১৫ সালে জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শিত হয় এবং সেখানে তিনি জুরি বোর্ডের সদস্যও ছিলেন।[৮] এ উৎসবে বৃহন্নলা চলচ্চিত্রের জন্য মুরাদ পারভেজ শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে ও সোহানা সাবা শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জুরি পুরস্কার অর্জন করেন।[৯] এছাড়া একই বছর এই চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ও একটি বিশেষ শাখায় মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করে এবং আরও চারটি বিভাগে মনোনয়ন লাভ করে। ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও পরিচালক বিভাগে মনোনীত হয়।[১০][১১] কিন্তু ভারতীয় বাঙালি লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত গাছটি বলেছিল কবিতা অবলম্বনে নির্মিত হলেও তার নাম না উল্লেখ করায় গল্প ছুরির অপরাধে তার মনোনয়ন প্রত্যাখান করা হয়।[১২][১৩] এছাড়া সরকার হতে প্রাপ্ত অনুদানের টাকা সুদে আসলে ফেরত নেওয়া হয়।[১৪] ২০১৬ সালে তিনি নীল ঘূর্ণি চলচ্চিত্রের কাজ শুরু করেন এবং আবার সরকারী অনুদানের জন্য মনোনীত হন।[১৫]
মুরাদ পারভেজ মাত্র তিন মাসের সম্পর্কে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী সোহানা সাবাকে।[১৬] ব্যক্তিগত কারণ ও দুজনের মতের মিল না থাকায় ২০১৫ সালে তাদের বিচ্ছেদ হয়। স্বরবর্ণ নামে তাদের ঘরে এক পুত্রসন্তান আছে। [১৭]
বছর | চলচ্চিত্র | ভূমিকা | টীকা | ||
---|---|---|---|---|---|
পরিচালক | প্রযোজক | চিত্রনাট্যকার | |||
২০০৮ | চন্দ্রগ্রহণ | বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক, চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা বিজয়ী: মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক বিজয়ী: বাচসাস পুরস্কার শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | |||
২০১৪ | বৃহন্নলা | বিজয়ী: জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিজয়ী: মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র মনোনীত: মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক | |||
২০১৭ | নীল ঘূর্ণি | নির্মাণাধীন |
বছর | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|
২০১০ | শ্রেষ্ঠ পরিচালক | চন্দ্রগ্রহণ (২০০৮) | বিজয়ী |
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | বিজয়ী | ||
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা | বিজয়ী |
বছর | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|
২০০৯ | শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক | চন্দ্রগ্রহণ (২০০৮) | বিজয়ী |
২০১৫ | শ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক) | বৃহন্নলা (২০১৪) | বিজয়ী |
শ্রেষ্ঠ পরিচালক | মনোনীত |
বছর | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|
২০০৯ | শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | চন্দ্রগ্রহণ (২০০৮) | বিজয়ী |
জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব