মুর্তেজা সারমাদি (ফার্সি: مرتضی سرمدی) একজন ইরানি কূটনীতিক এবং তার অবসর গ্রহণের আগ পর্যন্ত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র বিষয়ক সাবেক উপমন্ত্রী ছিলেন। তিনি ২০০০ [১] থেকে ২০০৪ সাল পর্যন্ত যুক্তরাজ্যে ইরানের রাষ্ট্রদূত এবং [২] ১৯৮১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবেও কাজ করেছেন।