মুলতান জেলা ضِلع مُلتان | |
---|---|
জেলা | |
Multan | |
মুলতান জেলার মানচিত্র | |
স্থানাঙ্ক: ৩০°০৫′ উত্তর ৭১°৪০′ পূর্ব / ৩০.০৮৩° উত্তর ৭১.৬৬৭° পূর্ব | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | পাঞ্জাব |
রাজধানী | মুলতান |
তহসিলের সংখ্যা | ৪ |
সরকার | |
• কমিশনার | বিলাল আমেদ বাট[১] |
আয়তন[২][৩][৪] | |
• মোট | ৩,৭২১ বর্গকিমি (১,৪৩৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[৫] | |
• মোট | ৪৭,৪৫,১০৯ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিকেটি (ইউটিসি+৫) |
ভাষা | সরাইকি, পাঞ্জাবি, উর্দু |
মুলতান জেলা (উর্দু: ضِلع مُلتان), পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত একটি জেলা। পাকিস্তানের ১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩,১১৬,৮৫১ জন এর মত (১.৩১৫ মিলিয়ন যার ৪২.২% শহুরে এলাকার লোকজন) বসবাস করে থাকে।[২][৩][৪] জেলাটির রাজধানী শহরের নাম হচ্ছে মুলতান নামক শহর। মুলতান জেলা ৩,৭২১ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গঠিত হয়েছে।
ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির উত্তর ও উত্তর-পূর্বে খানেওয়াল জেলা, পূর্বে বিহারী জেলা এবং দক্ষিণে লোধরান জেলার সীমানা ঘিরে রেখেছে। চিনাব নদীটি পশ্চিম অঞ্চলে অবস্থান করছে, যেটি মুজাফফারগড় জেলাকে অতিক্রম করে।
১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, সরিয়াকি ভাষায় প্রায় ৬১% জনসংখ্যার সর্বাধিক মাতৃভাষা হিসেবে ব্যবহার করে থাকেন।[৬] এছাড়াও পাঞ্জাবী ২২% এবং উর্দু ১৬% ভাষাভাষী রয়েছে।[৭]:২৯