মুলাঁ রুজ! | |
---|---|
Moulin Rouge! | |
পরিচালক | ব্যাজ লুরমান |
প্রযোজক | ব্যাজ লুরমান |
চিত্রনাট্যকার | ব্যাজ লুরমান ক্রেইগ পিয়ার্স |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | ক্রেইগ আর্মস্ট্রং |
চিত্রগ্রাহক | ডোনাল্ড এম. ম্যাক্আলপিন |
সম্পাদক | জিল বিলকক |
প্রযোজনা কোম্পানি | বাজমার্ক প্রডাকশন্স অ্যাঞ্জেল স্টুডিওজ |
পরিবেশক | টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২৮ মিনিট[১] |
দেশ | অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $৫২ মিলিয়ন |
আয় | $১৭৯.২ মিলিয়ন[২] |
মুলাঁ রুজ! (বাংলা: লাল মিল) ব্যাজ লুরমান পরিচালিত ও প্রযোজিত ২০০১ সালের মার্কিন সঙ্গীতধর্মী চলচ্চিত্র। ব্যাজ লুরমান ও ক্রেইগ পিয়ার্স যৌথভাবে ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন। এতে অভিনয় করেছেন নিকোল কিডম্যান, ইউয়ান মাকগ্রেগার, জন লেগুইজামু, জিম ব্রডবেন্ট প্রমুখ।
২০০১ সালের ১১ মে কান চলচ্চিত্র উৎসব-এ চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয় এবং পরে ২৪ মে অস্ট্রেলিয়া ও ১ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। ৭৪তম একাডেমি পুরস্কার আয়োজনে ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ আটটি বিভাগে মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা ও শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা বিভাগে পুরস্কার লাভ করে।[৩] ডিজনির বিউটি অ্যান্ড দ্য বিস্ট (১৯৯১) চলচ্চিত্রের দশ বছর পর এটি প্রথম সঙ্গীতধর্মী চলচ্চিত্র, যা একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের মনোনয়ন লাভ করে। এছাড়া চলচ্চিত্রটি গোল্ডেন গ্লোব পুরস্কারে ছয়টি বিভাগে মনোনয়ন লাভ করে এবং সেরা সঙ্গীতধর্মী বা কমেডি চলচ্চিত্র, সেরা সঙ্গীতধর্মী বা কমেডি চলচ্চিত্রের অভিনেত্রী ও সেরা মৌলিক সুর বিভাগে পুরস্কার লাভ করে এবং বাফটা পুরস্কার-এ ১২টি বিভাগে মনোনয়ন লাভ করে ও ৩টি বিভাগে পুরস্কার লাভ করে।
লিওনার্দো ডিক্যাপ্রিও ক্রিস্টিন চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন। তিনি ইতিপূর্বে ব্যাজ লুরমান পরিচালিত রোমিও + জুলিয়েট চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।[৪] কিন্তু ল্যুরমন এই চরিত্রের জন্য আরও অল্পবয়সী অভিনেতা চান এবং ইউয়ান মাকগ্রেগরকে নির্বাচন করার পূর্বে হিথ লেজার ও জেক ইলেনহলদের এই চরিত্রে নেওয়ার ব্যাপারে চিন্তা করেন।[৫]
চলচ্চিত্রটি সীমিত মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহে $১৬৭,৫৪০ আয় করে এবং সারাদেশে মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহে $১৩,৭১৮,৩০৬ আয় করে। যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে ছবিটি $৫৭,৩৮৬,৬০৭ ও এর বাইরে $১২১,৮২৬,৮২৭ আয় করে এবং বিশ্বব্যাপী $১৭৯.২ মিলিয়ন আয় করে।[২]
মুলাঁ রুজ! চলচ্চিত্রটি ইতিবাচক সমালোচনা লাভ করে। পর্যালোচনাভিত্তিক ওয়েবসাইট মেটাক্রিটিক-এ ৩৫টি পর্যালচনার ভিত্তিতে ছবিটির রেটিং স্কোর ৬৬%, যা মূলত ছবিটির অনুকূল পর্যালোচনা নির্দেশ করে।[৬] রটেন টম্যাটোস-এ ১৯৩টি পর্যালোচনার ভিত্তিতে ৭.১/১০ গড়ে ছবিটির রেটিং ৭৬% এবং এতে বলা হয়েছে পছন্দ হোক বা অপছন্দ, মুলাঁ রুজ! ছবিটিতে স্টাইল রয়েছে।[৭] ২০০১ সালে দর্শক জরিপে সেরা চলচ্চিত্রের তালিকায় ছবিটি প্রথম স্থান অধিকার করে।[৮]
পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল |
---|---|---|---|
একাডেমি পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | ফ্রেড ব্যারন, মার্টিন ব্রাউন, ব্যাজ লুরমান | মনোনীত |
শ্রেষ্ঠ অভিনেত্রী | নিকোল কিডম্যান | মনোনীত | |
শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা | জিল বিলকক | মনোনীত | |
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | ডোনাল্ড এম. ম্যাকআলপিন | মনোনীত | |
শ্রেষ্ঠ শব্দগ্রহণ | অ্যান্ডি নেলসন, আনা বেলমার, রজার স্যাভেজ | মনোনীত | |
শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা | ক্যাথরিন মার্টিন, ব্রিজিট ব্রচ | বিজয়ী | |
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা | ক্যাথরিন মার্টিন, আঙ্গাস স্ট্রেথি | বিজয়ী | |
শ্রেষ্ঠ রূপসজ্জা ও চুলবিন্যাস | মরিজিও সিলভি, আলদো সিনোরেত্তি | মনোনীত | |
গোল্ডেন গ্লোব পুরস্কার | সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র | ফ্রেড ব্যারন, মার্টিন ব্রাউন, ব্যাজ লুরমান | বিজয়ী |
সেরা পরিচালক | ব্যাজ লুরমান | মনোনীত | |
সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রের অভিনেতা | ইউয়ান মাকগ্রেগার | মনোনীত | |
সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রের অভিনেত্রী | নিকোল কিডম্যান | বিজয়ী | |
সেরা মৌলিক গান | ডেভিড বেয়ারওয়াল্ড, কেভিন গিলবার্ট | মনোনীত | |
সেরা মৌলিক সুর | ক্রেইগ আর্মস্ট্রং | বিজয়ী |