লেখক | ইমাম আবু মনসুর আদ-দাইলামি |
---|---|
ভাষা | আরবি |
ধরন | হাদিস সংগ্রহ |
হাদিথ |
---|
বিষয়ের উপর ধারাবাহিকভাবে লিখিত |
|
মুসনাদুল ফিরদাউস (আরবি: مسند الفردوس) হল সুন্নি ইসলামের একটি সংগৃহীত হাদিসের সংকলন গ্রন্থ। সুন্নি পণ্ডিত আবু মনসুর আদ-দাইলামি (মৃঃ ৫৫৮ হিঃ - ১১৬২ খ্রিঃ) এটি প্রণয়ন করেন। [১]
এতে মাকতাবা শামিলা অনুসারে প্রায় তিন হাজার (৩০০০) হাদিস রয়েছে।[২] এই সংকলনটি পণ্ডিতদের মধ্যে খুব বেশি বিখ্যাত নয় কারণ হাদিসের উদ্ধৃতি দেওয়ার সময় বর্ণনাকারীদের শৃঙ্খলা বিশেষভাবে দেওয়া হয়নি।[৩]
গ্রন্থটি অনেক প্রকাশক প্রকাশ করেছেন। তবে মূলত এটি আরবী ভাষায়:
مكتبة الأستاذ الدكتور محمد بن تركي التركي - [৪][৫]