লেখক | ইমাম আল হুমাইদি |
---|---|
মূল শিরোনাম | مسند الحميدي |
ভাষা | আরবি |
ধরন | হাদিস সংকলন |
হাদিথ |
---|
বিষয়ের উপর ধারাবাহিকভাবে লিখিত |
|
মুসনাদ হুমাইদি বা মুসনাদ আল-হুমাইদি (আরবি: مسند الحميدي) হাদিস গ্রন্থগুলির মধ্যে একটি, যা প্রণয়ন করেন ইমাম আল-হুমায়দী রহ (মৃত্যু: ২১৯ হিঃ)।[১]
মাকতাবা শামিলা অনুসারে বইটিতে প্রায় এক হাজার পাঁচশত (১৫০০) হাদিস রয়েছে। [২] এটি প্রাচীনতম মুসনাদ (হাদিসের এক ধরনের গ্রন্থ) রচিত। ইসলামি বর্ষপঞ্জি -এরদ দ্বিতীয় শতাব্দীতে এটি রচিত এবং হাদিসের সর্বাধিক সহিহ (সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম) এর আগে লিখিত। মুসনাদ (مسند) হল হাদিসের সংকলন যা বর্ণনাকারীদের দ্বারা শ্রেণিবদ্ধ করা হয়েছে, সাহাবিগণের (নবি মুহাম্মদের সঙ্গী) দ্বারাও। বইটিতে সহিহ (বিশুদ্ধ), দুর্বল ও মনগড়া বর্ণনা রয়েছে। [৩][৪]
মুসনাদ হুমাইদী উর্দু[৫] আল-মিরওয়িয়াত আল-হাসকীয়া মুসনাদ আল-হুমাইদির মাধ্যমে, প্রকাশক: আনবার বিশ্ববিদ্যালয় جامعة الانبار [৬]