ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মুসা ওয়াগে | ||
জন্ম | ৪ অক্টোবর ১৯৯৮ | ||
জন্ম স্থান | বিগনোনা, সেনেগাল[১] | ||
উচ্চতা | ১.৭৭ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বার্সেলোনা | ||
জার্সি নম্বর | ১৬ | ||
যুব পর্যায় | |||
২০১৪–২০১৬ | এস্পায়ার একাডেমি | ||
২০১৬–২০১৭ | ইউপেন | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৭–২০১৮ | ইউপেন | ২৩ | (১) |
২০১৮–২০১৯ | বার্সেলোনা বি | ২০ | (২) |
২০১৯– | বার্সেলোনা | ৩ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৫ | সেনেগাল অনূর্ধ্ব-২০ | ৭ | (০) |
২০১৭– | সেনেগাল | ১৭ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৭ জুলাই ২০১৯ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭ জুলাই ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক। |
মুসা ওয়াগে (জন্ম: ৪ অক্টোবর ১৯৯৮) হলেন সেনেগালের একজন পেশাদার ফুটবলার, যিনি স্পেনীয় ক্লাব বার্সেলোনা এবং সেনেগাল জাতীয় দলের হয়ে একজন রাইট ব্যাক হিসেবে খেলেন।[২]
ওয়াগে বেলজিয়ামের ক্লাব কেএসি ইউপেন এর হয়ে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন ২০১৬ সালে। ২০১৮ সালে তিনি বার্সেলোনার দ্বিতীয় দল বার্সেলোনা বি তে যোগ দেন। ২০১৯ সালে তিনি বার্সেলোনা মূল দলের সাথে সংযুক্ত হন।
ওয়াগে ২০১৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এ ৪র্থ স্থান অধিকারী সেনেগাল অনূর্ধ্ব-২০ দলের একজন সদস্য ছিলেন।[৩] ২০১৭ সালের ২৩শে মার্চ তারিখে, নাইজেরিয়ার বিরুদ্ধে খেলার মাধ্যমে সেনেগাল জাতীয় দল এ ওয়াগের অভিষেক হয়।[৪][৫] রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপে জাপান এর বিপক্ষে গোল করার মাধ্যমে ওয়াগে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ আফ্রিকান গোলদাতার খেতাব অর্জন করেন। ওয়াগে ২০১৯ সালে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশন্স এ রানার-আপ হওয়া সেনেগাল জাতীয় দলের সদস্য ছিলেন।
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | ইউরোপ | অন্যান্য | মোট | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
ইউপেন | ২০১৬–১৭ | ৬ | ১ | ১ | ০ | — | ৮ | ০ | ১৫ | ১ | |
২০১৭–১৮ | ১৭ | ০ | ২ | ০ | — | ৯ | ০ | ২৮ | ০ | ||
মোট | ২৩ | ১ | ৩ | ০ | ০ | ০ | ১৭ | ০ | ৪৩ | ১ | |
বার্সেলোনা বি | ২০১৮–১৯ | ২০ | ২ | ০ | ০ | — | ২০ | ২ | |||
মোট | ২০ | ২ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ২০ | ২ | |
বার্সেলোনা | ২০১৮–১৯ | ৩ | ০ | ১ | ০ | ০ | ০ | ১ | ০ | ৪ | ০ |
মোট | ৩ | ০ | ০ | ০ | ০ | ০ | ১ | ০ | ৪ | ০ | |
সর্বমোট | ৪৬ | ৩ | ৩ | ০ | ০ | ০ | ১৮ | ০ | ৬৭ | ৩ |
সেনেগাল | ||
---|---|---|
সাল | উপস্থিতি | গোল |
২০১৭ | ৬ | ০ |
২০১৮ | ৬ | ১ |
২০১৯ | ৫ | ০ |
মোট | ১৭ | ১ |