লেখক | হাকিম নিশাপুরী |
---|---|
ভাষা | আরবি |
বিষয় | المستدرك على الصحيحين |
ধরন | হাদিস সংকলন |
হাদিথ |
---|
বিষয়ের উপর ধারাবাহিকভাবে লিখিত |
|
সুন্নি ইসলাম ধারাবাহিকের একটি অংশ |
---|
মুস্তাদরাক আল হাকিম (আরবি: مستدرك الحاكم) হল পাঁচ খন্ডের একটি প্রসিদ্ধ হাদিস সংকলন গ্রন্থ। গ্রন্থটির প্রকৃত নাম হল আল মুস্তাদরাক আলাস সাহিহাইন (আরবি: المستدرك على الصحيحين)। ইসলামি পণ্ডিত প্রসিদ্ধ সুন্নি মুহাদ্দিস হাকিম নিশাপুরী (নিশাপুর ইরানে অবস্থিত) এটি রচনা করেন। তিনি ৭২ বছর বয়সে হিজরি ৩৯৩ সালে (১০০২-১০০৩ খ্রিঃ) এটি লিখেছিলেন।
গ্রন্থটিতে ৯০৪৫ হাদিস রয়েছে।[১] তিনি দাবি করেছিছেন যে, এর হাদিসগুলো সহিহ বুখারি বা সহিহ মুসলিম বা উভয়ের শর্ত অনুসারে সহিহ ছিল।[২]