মাওলানা মুহাম্মদ আলী জলন্ধরি | |
---|---|
مولانا محمّد على جالندھرى | |
৩য় আমির, আলমি মজলিস তাহাফ্ফুজ খতমে নবুয়াত | |
পূর্বসূরী | কাজি আহসান আহমেদ শুজাবাদী |
উত্তরসূরী | লাল হুসাইন আখতার |
১ম সাধারণ সম্পাদক, আলমি মজলিস তাহাফ্ফুজ খতমে নবুয়াত |
মুহাম্মদ আলী জলন্ধরি (১৮৯৫ - ২১ এপ্রিল ১৯৭১) একজন পাকিস্তানি ইসলামি পণ্ডিত ছিলেন। তিনি আলমি মজলিস তাহাফ্ফুজ খতমে নবুয়াত- এর আমির ও সাধারণ সম্পাদক ছিলেন। [১]
জলন্ধরি ১৮৯৫ সালে জলন্ধর জেলার নাকোদারের রায়পুর আরাইয়ানে জন্মগ্রহণ করেছিলেন। [২]
জলন্ধরি তার প্রাথমিক শিক্ষা মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র ফকির উল্লাহর কাছ থেকে পেয়েছিলেন এবং পরে জলন্ধরের খায়ের মুহাম্মদ জলন্ধরীর নিকট পড়াশোনা করেন। তিনি দারুল উলুম দেওবন্দে আনোয়ার শাহ কাশ্মীরীর নিকট হাদীস অধ্যয়ন করেন। [৩][৪]
জলন্ধরি জামিয়া খাইরুল মাদারিস এবং আলমি মজলিস তাহাফ্ফুজ খতমে নবুওয়াত-
জলন্ধরি জামিয়া খাইরুল মাদারিস এবং আলমি মজলিস তাহাফ্ফুজ খতমে নবুওয়াত-এর সহ-প্রতিষ্ঠাতা। তিনি মজলিস-ই-আহরার-ই-ইসলামেরমাদারিস এবং আলমি মজলিস তাহাফ্ফুজ খতমে নবুওয়াত-
জলন্ধরি জামিয়া খাইরুল মাদারিস এবং আলমি মজলিস তাহাফ্ফুজ খতমে নবুওয়াত-এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি মজলিস-ই-আহরার-ই-ইসলামের অন্যতম প্রধান নেতা ছিলেন এবং অল ইন্ডিয়া মজলিস-ই-আহরার ইসলামের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য এবং মজলিস-ই-আহরার-ই-ইসলাম পাঞ্জাব শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। [১][৫]