মুহাম্মদ ইবনে আবি বকর

Muhammad ibn Abi Bakr মুহাম্মাদ ইবনে আবি বকর
محمد بن أبي بكر
জন্ম৬৩১
মৃত্যু৬৫৮ (বয়স ২৬–২৭)
মৃত্যুর কারণমুয়াবিয়া ইবনে হুদাই কর্তৃক হত্যাকাণ্ড
সন্তানকাসেম ইবনে মুহাম্মাদ ইবনে আবু বকর
পিতা-মাতা
আত্মীয়

মুহাম্মদ ইবনে আবী বকর ( আরবি: محمد بن أبي بكر ) আবু বকর এর পুত্র এবং নবী মুহাম্মদ (সা) এর একজন সাহাবি ছিলেন। তাঁর মা ছিলেন আসমা বিনতে উমাইস, যিনি আবু বকরের সাথে দ্বিতীয় বিবাহের আগে জাফর ইবনে আবী তালিবের বিধবা ছিলেন। তিনি চতুর্থ খলিফা আলীর দত্তক পুত্র ছিলেন এবং শিয়া মুসলিমদের নিকট অত্যন্ত সম্মানীয় ব্যাক্তি

তিনি আসমা বিনতে উমাইয়ের এবং আবু বকর আস-সিদ্দিকের পুত্র ছিলেন। আবু বকর মারা গেলে আসমা বিনতে উমাইস আলী বিন আবি তালিবকে বিয়ে করেন। মুহাম্মদ ইবনে আবু বকরের একটি পুত্র ছিলো যার নাম ছিল কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর । []

প্রকাশ্যে মুয়াবিয়ার বিরোধিতা করেছেন

[সম্পাদনা]

আবু বকরের দুই পুত্র আবদুউল রহমান ইবনে আবু বকর এবং মোহাম্মদ ইবনে আবু বকর প্রকাশ্যে মুয়াবিয়ার বিরোধিতা করেছিলেন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Wilferd Madelung, The Succession to Muhammad, Cambridge University Press, 1997.