মুহাম্মদ বিন আল-তায়্যিব অথবা আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন মোহাম্মদ বিন মুসা বিন মোহাম্মদ আল শারকি আল-সুমায়লি ইবনে তায়্যিব আল-ফাসি আল-আলামি ছিলেন একজন বিখ্যাত ভাষাতত্ত্ববিদ, ঐতিহাসিক এবং ফিকাহ(আইন) এবং হাদিসে পন্ডিত। [১] তিনি ব্যাকরণ ও রুপতত্ত্বের উপর ১৬টি, অভিধানের উপর ৯টি এবং কুরআনের বিশদ ব্যাখ্যা, হাদিস, সুফিবাদ, ফিকাহ সহ আল-আন্দালুসের বিভিন্ন কবি ও পণ্ডিত ব্যাক্তিদের জীবনী নিয়ে অনেক বই রচনা করেছেন। [২] আল-আনিস আল-মুতরিব-এর রচয়িতাও তিনি। তার শিক্ষকদের মধ্যে রয়েছেন সঙ্গীত তত্ত্ববিদ 'বু ইসামী' (মৃত্যু:১১০৩ হিজরি/১৬৯০ খ্রিস্টাব্দ)। বিখ্যাত রিহলা, রিহলা ইলা আল-হিজাজের রচয়িতা ইবনে আল-তায়্যিব।
কুরআনের ব্যাখ্যা বা তাফসীর
- হাওয়াশী আল-জালালাইন
- হাওয়াশি আল-বায়দাওয়ি
- হাওয়াশফ আল-কাশশাফ
হাদিস
- হাওয়াশি আল-কাস্তালানি
- উয়ুন আল-মাওয়ারিদ আল-সালসালাহ মিন উয়ুন আল-আসানিদ আল-মুসালসলাহ
- তামহিদ আল-দালাইল ওয়া তালকিস আল-আওয়াইল
জীবনীগ্রন্থ (ধর্মীয় অধ্যয়নের ক্ষেত্রে)
- সামত আল-ফারাইদ
- রিসালাহ ফি মানা'আল আস-সালাত আলা আল-রাসূল
- আল-লিশতিশা বিমা ফি ধাত আল-শিফা ফি সিরাহ আল-নবী- থুম্মা আল খুলাফা
- শরহ সিরাহ ইবনে ফারিস
- হাওয়াশি আল-শামাইল
সুফিবাদ
- শারহ আল-হিজব আল-নাওয়ায়ী
ফিকহ
- ফাতাওয়া
- আল-ইসতিমসাক উরওয়াহ ফি আল-আহকাম আল-মুতাল্লাকাহ বি আল-কাহওয়া
- আল-তালিকাত আল-ফিকহিয়া
- হাওয়াশি আল-মাহালি
জীবনী (ইতিহাসের ক্ষেত্রে)
- আল-আনিস আল-মুত্রিব ফিমান লাকাইনাহু মিন উদাবা আল-মাগরিব
- আল-উফুক আল-মুশরিক বি তারাজুম মান লাকাইনাহু বি আল-মাশরিক
- ইরসাল আল-আসানিদ ওয়া ইসাল আল-মুসান্নাফাত ওয়া আল-আজাওয়া আল-মাসানিদ
- ইকরার আল-আইন বি ইকরার আল-আতহার বাদ যিহাব আল-আইন
- আল-আজহার আল-নাদিয়াহ ফি আল-তারিখ
ব্যাকরণ এবং মরফোলজি
- হাশিয়া আলা আল-মুরাদি
- হাশিয়া আলা আল-মুগনি
- হাশিয়া আলা আল-তাসরিহ
- শারহ আল-আশবাহ ওয়া আল-নাজাইর
- হাশিয়া আল-মাকুদি
- ফায়দাল-ইনশিরাহ মিন রাউদ তাই আল-ইকতিরাহ
- শারহ লামিয়া আল-আফালি ইবনে মালিক
- হাশিয়া আলা শারহাল-আজরুমিয়াহ
- ইকামত আল-বুরহান আলা আন্না আল-আফাল আল-নাকিসা ইন্নামা তাদুলু আলা আল-জামান
- হাওয়াশি আল-তাহসিল
- হাওয়াশি আল-তাওদিহ
- হাওয়াশী আলা শারহ আল-কাওয়াইদ
- শরহ কাফিয়া
- হাওয়াশী শারহ লামিয়া আল-আফাল
- রিসালাহ ফি হালুম্মা জারা
- শরহ আল-কাফিয়াহ
লেক্সিকোগ্রাফি
- আল-মুসফির আন খাবায়া আল-মুজির
- ইদাইত আল-রামুস ওয়া ইদাফাত আল-নামুস আলা লদাআত আল-কামুস
- হাশিয়াহ আলা দুরারাত আল-গাওওয়াস ফি আওহাম আল-খাওয়াস
- মাওতিয়াত আল-ফাসিহ লি মুওয়াতাআত আল-ফাসিহ
- তাহরির আল-রিওয়াইয়াহ ফি তাকরির আল-কিফায়াহ
- দাওস আল-কাবুস ফি জাওয়াইদ আল-সিহাহ আলা আল-কামুস
- হাওয়াশি আল-রাউদ আল-মাসলুফ
- হাওয়াশি শিফা আল-গালিল
- তাড়কারাহ
সাহিত্য ও সাহিত্য অধ্যয়ন
- ইসফার আল-লিথাম আন মাহিয়া শাওহিদ ইবনে হিশাম
- হাওয়াশী আলা শারহ উকুদ আল-জুমান
- কাসিদা রাইয়াহ ফি মাযুল রাসূল আলাইহিস সালাম
- দিওয়ান শি'র
- তাখলিস আল-তাখলিস মিন শাওহিদ আল-তালকিস
- আনওয়া'আল-আনোয়ার ফি শারহ শাওহিদ আল-কাশশাফ ওয়া আল-আনোয়ার
- শরী আল-কাসিদা আল-মাদারিয়া
- শারহ দাওয়াউইন আল-শুয়ারা আল-সিত্তাহ
- শারহ শাওহিদ আল-রি'দী
- শরহ আল-মুয়াল্লাকাত
- মালাইহি আল-মৌল মিন মাবাহিথ আল-সাইয়্যেদ আল-মাতুফ
- হাওয়াশি আল-মুখতাসার
- আল-মাফরুদ ফি ইলম আল-কাওয়াফি ওয়া আল-উরুদ
- হাওয়াশি শারহ জাকারিয়া লি আল-খাজরাজিয়াহ
- আল-রিহলা আল-হিজাজিয়া
- আল-রিহলা আল-বাদিয়া
- আল-রিহলা আল-মাশরিকিয়াহ
- ↑ Nasser S. al-Samaany, Travel Literature of Moroccan Pilgrims during the 11-12th/17-18th Centuries: Thematic and Artistic Study, Phd Thesis, Department of Arabic and Middle Eastern Studies, University of Leeds, 2003, p. 65-66
- ↑ Salah al-Dihan, Critical Edition of Muhammad Al-Tayyib's Manuscript "Travel to Hijjaz": Annotated and Authenticated, Vol. 1 (Phd. thesis), ESRI, School of Languages, University of Salford, 2003, p. 83-104
|
---|
সাধারণ | |
---|
জাতীয় গ্রন্থাগার | |
---|
অন্যান্য | |
---|