মুহাম্মদ তাকি আমিনী | |
---|---|
জন্ম | ৫ মে ১৯২৬ সুবেহা, বারাবাঙ্কি, যুক্ত প্রদেশ |
মৃত্যু | ২১ জানুয়ারি ১৯৯১ | (বয়স ৬৪)
উপাধি | প্রভাষক,[১] মাওলানা [২] |
উচ্চশিক্ষায়তনিক পটভূমি | |
মাতৃ-শিক্ষায়তন | মাদ্রাসা আমিনিয়া |
উচ্চশিক্ষায়তনিক কর্ম | |
বিষয় | ফিকহ |
প্রতিষ্ঠান | আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় |
প্রধান আগ্রহ | ফিকহ, হাদিস |
উল্লেখযোগ্য কাজ | ফিকহে ইসলাম কা তারীখি পাসে মনজার, হাদিস কা দিরায়াতি মেয়ার |
ব্যক্তিগত তথ্য | |
ধর্ম | ইসলাম |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
ধর্মীয় মতবিশ্বাস | মাতুরিদি |
মুসলিম নেতা | |
শিক্ষক | কেফায়াতুল্লাহ দেহলভী |
মুহাম্মদ তাকি আমিনী (৫ মে ১৯২৬ - ২১ জানুয়ারী ১৯৯১) একজন ভারতীয় সুন্নি ইসলামী পণ্ডিত, আইনবিদ, উর্দু লেখক এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের ডিন ছিলেন। [৩][৪] তিনি ইসলামী আইনশাস্ত্র সম্পর্কিত কাজকর্মের জন্য পরিচিত ছিলেন এবং তার ফিকহ ইসলামী কা তারাখি পাস মনজার বইটি ইসলামী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য প্রয়োজনীয় বই। [৫]
মুহম্মদ তাকি আমিনী ৫ মে ১৯২৬ সালে ব্রিটিশ ভারতের যুক্ত প্রদেশের (বর্তমানে উত্তর প্রদেশ) সুবেহায় জন্মগ্রহণ করেন। [৬][৭] তিনি প্রাথমিক মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা অর্জন করেন এবং পরে কানপুরের জামিউল উলুমে যান। তিনি দিল্লির মাদ্রাসা আমিনিয়ায় কেফায়াতুল্লাহ দেহলভির অধীনে দরসে নিজামী পড়াশোনা শেষ করেন।
তিনি মাদ্রাসা সুবহানিয়া দিল্লি, কানপুরের নাদওয়াতুল উলামা ও জমিউল-উলুমে শিক্ষকতা শুরু করেন। [৮] তিনি ১৯৫০ সালে নাগপুরে পাড়ি জমান, সেখানে তিনি মাদ্রাসা সানুভিয়া ও উচ্চ বিদ্যালয়ে প্রায় ৬ বছর যাবৎ অধ্যাপনা করেন এবং তারপরে ১৯৫৬ সালে দারুল উলুম মুনিয়ায় শিক্ষকতা করার জন্য তিনি আজমিরে চলে যান। সেখানে তিনি প্রিন্সিপাল এবং শায়খুল-হাদিসের দায়িত্ব লাভ করেন। দারুল উলুম মুইনিয়ায় তাঁর কর্মজীবন প্রায় সাত বছর স্থায়ী হয়েছিল এবং তিনি মূলত হাদীস বিজ্ঞান পড়াতেন।
সাঈদ আহমদ আকবরবাদীর অনুরোধে তিন ১৯৬৪ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (এএমইউ) সুন্নি ধর্মতত্ত্ব বিভাগের প্রভাষক হিসাবে যোগদান করেন। [৮] তিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হয়েছিলেন। তত্ত্ববিজ্ঞান অনুষদের ডিন এবং ১৯৮৬ সাল পর্যন্ত এএমইউ-এর দায়িত্বে ছিলেন। তবে এএমইউর উপাচার্য সাইয়্যেদ হাশিম আলী তার পদটির মেয়াদ ১৯৮৯ সাল পর্যন্ত বাড়িয়েছিলেন। [৯]
আমিনী আবুল হাসান আলী নদভী প্রতিষ্ঠিত একটি আইনশাসন পরিষদ মজলিস তাহকীকাত-শরীয়াহর সদস্য ছিলেন। [৯]
আমিনী ১৯৯১ সালের ২১ জানুয়ারি আলীগড়ে মারা যান। [৬] এএমইউতে জাভেদ আহসান ফালাহী মাওলানা মুহাম্মদ তাকী আমিনী: জীবন ও অবদানের শীর্ষক একটি ডক্টরাল থিসিস লিখেছিলেন। [৮]
আমিনীর বইগুলির মধ্যে রয়েছে:[১০][১১]