মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি

মূর্ধন্য
◌̢
◌̣
উচ্চারণ স্থল

যেসব ব্যঞ্জনধ্বনির উচ্চারণকালে জিহ্বার ডগাটি উল্টিয়ে মূর্ধাটি স্পর্শ করে বা তার কাছে নিকটবর্তী হয় সেগুলোকে মূর্ধন্য বা প্রতিবেষ্টিত ব্যঞ্জনধ্বনি বলা হয়।

ভাষাসমূহ

[সম্পাদনা]

উপাত্ত নিখুঁত না হলেও বিশ্বের ২০% ভাষায় কোনোরকমে মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি বিদ্যমান।[]

ভারতীয় উপমহাদেশে, বিশেষত ইন্দো-আর্যদ্রাবিড় ভাষায় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি পাওয়া যায়। এছাড়া ঐ অঞ্চলে মুন্ডাবুরুশাসকি ভাষাতেও এই ধ্বনি বিদ্যমান। তবে বাংলা ভাষাসহ বিভিন্ন ভাষায় বিশুদ্ধ "মূর্ধন্য" ব্যঞ্জনধ্বনি নেই, অথচ "ট", "ঠ", "ড", "ঢ", "ণ", "ড়" ও "ঢ়" বর্ণের উচ্চারণরীতি (যথাক্রমে ʈ, ʈʰ, ɖ, ɖʱ, ɳ, ɽɽʱ) প্রাক্তন বাংলায় মূর্ধন্য ও প্রতিবেষ্টিত ছিল। এগুলোর উচ্চারণস্থানটি বর্তমানে দন্তমূলীয় বা পশ্চাদ্দন্তমূলীয়

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ian Maddieson (with a chapter contributed by Sandra Ferrari Disner); Patterns of sounds; Cambridge University Press, 1984. আইএসবিএন ০-৫২১-২৬৫৩৬-৩