মৃণাল সেন | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ডিসেম্বর ৩০, ২০১৮ | (বয়স ৯৫)
মৃত্যুর কারণ | বার্ধক্যজনিত অসুখ |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ভারত |
পেশা |
|
কর্মজীবন | ১৯৫৫-২০০২ |
আদি নিবাস | ফরিদপুর |
দাম্পত্য সঙ্গী | গীতা সোম (বি. ১৯৫২; মৃ. ২০১৭) |
পুরস্কার | পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে |
ওয়েবসাইট | mrinalsen |
মৃণাল সেন (১৪ মে ১৯২৩ - ৩০ ডিসেম্বর ২০১৮) ছিলেন প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক।
১৯২৩ সালের ১৪ মে মৃণাল সেন তৎকালীন ব্রিটিশ ভারত পূর্ব বঙ্গের (বর্তমান বাংলাদেশ) ফরিদপুরের একটি শহরে বৈদ্যব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন[১][২]। ফরিদপুরে থাকাকালীন তিনি সেখানেই উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি পড়াশোনার জন্য কলকাতায় আসেন এবং স্কটিশ চার্চ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা পড়াশোনা করেন। ছাত্রাবস্থায় তিনি কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক শাখার সঙ্গে যুক্ত হন। যদিও তিনি কখনও কমিউনিস্ট পার্টির সদস্য হন নি। চল্লিশের দশকে তিনি সমাজবাদী সংস্থা আইপিটিএর (ইন্ডিয়ান পিপ্লস থিয়েটার অ্যাসোসিয়েশন) সঙ্গে যুক্ত হন এবং এর মাধ্যমে তিনি সমমনোভাবাপন্ন মানুষদের কাছাকাছি আসেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবার পর তিনি একজন সাংবাদিক, একজন ওষুধ বিপণনকারী এবং চলচ্চিত্রে শব্দ কলাকুশলী হিসাবে কাজ করেন।
১৯৫৫ সালে মৃণাল সেনের প্রথম পরিচালিত ছবি রাত-ভোর মুক্তি পায়। এই ছবিটি বেশি সাফল্য পায় নি। তার দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে তাকে স্থানীয় পরিচিতি এনে দেয়। তার তৃতীয় ছবি বাইশে শ্রাবণ থেকে তিনি আন্তর্জাতিক পরিচিতি পান।
১৯৬৯ সালে তার পরিচালিত ছবি ভুবন সোম মুক্তি পায়। এই ছবিতে বিখ্যাত অভিনেতা উৎপল দত্ত অভিনয় করেছিলেন। এই ছবিটি অনেকের মতে মৃণাল সেনের শ্রেষ্ঠ ছবি। তার কলকাতা ট্রিলোজি অর্থাৎ ইন্টারভিউ (১৯৭১), কলকাতা ৭১ (১৯৭২) এবং পদাতিক (১৯৭৩) ছবি তিনটির মাধ্যমে তিনি তৎকালীন কলকাতার অস্থির অবস্থাকে তুলে ধরেছিলেন। মধ্যবিত্ত সমাজের নীতিবোধকে মৃণাল সেন তুলে ধরেন তার খুবই প্রশংসিত দুটি ছবি এক দিন প্রতিদিন (১৯৭৯) এবং খারিজ (১৯৮২) এর মাধ্যমে। খারিজ ১৯৮৩ সালের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছিল। ১৯৮০ সালের চলচ্চিত্র আকালের সন্ধানে। এই ছবিতে দেখানো হয়েছিল একটি চলচ্চিত্র কলাকুশলী দলের একটি গ্রামে গিয়ে ১৯৪৩ খ্রীষ্টাব্দের দুর্ভিক্ষের উপর একটি চলচ্চিত্র তৈরির কাহিনী। কীভাবে ১৯৪৩ এর দুর্ভিক্ষের কাল্পনিক কাহিনী মিলেমিশে একাকার হয়ে যায় সেই গ্রামের সাধারণ মানুষদের সাথে সেটাই ছিল এই চলচ্চিত্রের সারমর্ম। আকালের সন্ধানে ১৯৮১ সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার হিসাবে রুপোর ভালুক জয় করে। মৃণাল সেনের পরবর্তীকালের ছবির মধ্যে উল্লেখযোগ্য মহা পৃথিবী (১৯৯২) এবং অন্তরীণ (১৯৯৪)। তার শেষ ছবি আমার ভুবন মুক্তি পায় ২০০২ সালে।[৩]
মৃণাল সেন বাংলা ভাষা ছাড়াও হিন্দি, ওড়িয়া ও তেলুগু ভাষায় চলচ্চিত্র নির্মাণ করেছেন। ১৯৬৬ সালে ওড়িয়া ভাষায় নির্মাণ করেন মাটির মনীষ, যা কালীন্দিচরণ পাণিগ্রাহীর গল্প অবলম্বনে নির্মিত হয়। ১৯৬৯ এ বনফুলের কাহিনী অবলম্বনে হিন্দি ভাষায় নির্মাণ করেন ভুবন সোম। ১৯৭৭ সালে প্রেম চন্দের গল্প অবলম্বনে তেলুগু ভাষায় নির্মাণ করেন ওকা উরি কথা। ১৯৮৫ সালে নির্মাণ করেন জেনেসিস, যা হিন্দি, ফরাসি ও ইংরেজি তিনটি ভাষায় তৈরি হয়।[৪]
শিরোনাম | ইংরেজি শিরোনাম | বছর | ভাষা | হিসেবে কৃতিত্ব | টিকা | সূত্র | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
পরিচালক | চিত্রনাট্যকার | প্রযোজক | অভিনেতা | অন্যান্য | ||||||
রাত-ভোর | The Dawn | ১৯৫৫ | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | না | না | হ্যাঁ | সাদাকালো | |
নীল আকাশের নিচে | Under the Blue Sky | ১৯৫৮ | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | না | না | না | সাদাকালো | |
বাইশে শ্রাবণ | Wedding Day | ১৯৬০ | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | না | না | না | সাদাকালো | |
পুনশ্চ | Over Again | ১৯৬১ | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | না | সাদাকালো | |
অবশেষে | And at Last | ১৯৬৩ | বাংলা | হ্যাঁ | না | না | না | না | সাদাকালো | |
প্রতিনিধী | The Representative | ১৯৬৪ | বাংলা | হ্যাঁ | না | না | না | না | সাদাকালো | |
আকাশ কুসুম | Up in the Clouds | ১৯৬৫ | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | না | না | না | সাদাকালো | |
কাঁচ কাটা হীরে | Up in the Clouds | ১৯৬৫ | হিন্দি | না | হ্যাঁ | না | না | না | সাদাকালো | |
মাটির মনিষা | Man of the Soil | ১৯৬৬ | ওড়িয়া | হ্যাঁ | না | না | না | না | সাদাকালো | |
জোরাদিঘির চৌধুরী পরিবার | ১৯৬৬ | ওড়িয়া | না | হ্যাঁ | না | না | না | সাদাকালো | ||
ভুবন সোম | Mr. Bhuvan Shome | ১৯৬৯ | হিন্দি | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | না | সাদাকালো | |
ইন্টারভিউ | ১৯৭০ | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | না | সাদাকালো | ||
এক আধুরি কাহানি | An Unfinished Story | ১৯৭১ | হিন্দি | হ্যাঁ | হ্যাঁ | না | না | না | সাদাকালো | |
কলকাতা ৭১ | ১৯৭২ | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | না | না | না | সাদাকালো | ||
পদাতিক | The Guerilla Fighter | ১৯৭৩ | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | না | সাদাকালো | |
কোরাস | ১৯৭৪ | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | না | সাদাকালো | ||
মৃগয়া | The Royal Hunt | ১৯৭৬ | হিন্দি | হ্যাঁ | হ্যাঁ | না | না | না | সাদাকালো | |
ওকা উরি কাথা | The Outsiders | ১৯৭৭ | তেলুগু | হ্যাঁ | না | না | না | না | সাদাকালো | |
পরশুরাম | The Man with the Axe | ১৯৭৮ | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | না | না | না | সাদাকালো | |
এক দিন প্রতিদিন | And Quiet Rolls the Dawn | ১৯৭৯ | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | না | সাদাকালো | |
আকালের সন্ধানে | In Search of Famine | ১৯৮০ | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | না | না | না | সাদাকালো | |
চলচ্চিত্র | The Kaleidoscope | ১৯৮১ | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | না | না | না | সাদাকালো | |
খারিজ | The Case Is Closed | ১৯৮২ | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | না | না | না | রঙিন | |
খন্ডহর | The Ruins | ১৯৮৩ | হিন্দি | হ্যাঁ | হ্যাঁ | না | না | না | রঙিন | |
জেনেসিস | ১৯৮৬ | হিন্দি | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | না | রঙিন | ||
এক দিন আচানক | Suddenly, One Day | ১৯৮৯ | হিন্দি | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | না | রঙিন | |
মহাপৃথিবী | World Within, World Without | ১৯৯১ | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | না | রঙিন | |
অন্তরীণ | The Confined | ১৯৯৩ | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | না | রঙিন | |
আমার ভুবন | This, My Land | ২০০২ | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | না | না | না | রঙিন |
শিরোনাম | বছর | চরিত্র | ভাষা | চ্যানেল | টিকা | সূত্র |
---|---|---|---|---|---|---|
ইচ্ছেপূরণ | ১৯৭০ | পরিচালক | বাংলা | সাদাকালো, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প অবলম্বনে | ||
তাযবির আপনা আপনি | ১৯৮৪ | পরিচালক | হিন্দি | দূরদর্শন | রঙিন, স্বল্পদৈর্ঘ্য | |
অপরাজিত | ১৯৮৬-৮৭ | পরিচালক | হিন্দি | ভারতীয় টেলিভিশন | রঙিন, ১৩ পর্বের ধারাবাহিক | |
কাভি দূর কাভি পাস | ১৯৮৬-৮৭ | পরিচালক | হিন্দি | ভারতীয় টেলিভিশন | রঙিন, ১৩ পর্বের ধারাবাহিক | |
সম্ভার | ১৯৮৬-৮৭ | পরিচালক | হিন্দি | ভারতীয় টেলিভিশন | রঙিন, ১৩ পর্বের ধারাবাহিক | |
আয়না | ১৯৮৬-৮৭ | পরিচালক | হিন্দি | ভারতীয় টেলিভিশন | রঙিন, ১৩ পর্বের ধারাবাহিক | |
রবিবার | ১৯৮৬-৮৭ | পরিচালক | হিন্দি | ভারতীয় টেলিভিশন | রঙিন, ১৩ পর্বের ধারাবাহিক | |
আজকাল | ১৯৮৬-৮৭ | পরিচালক | হিন্দি | ভারতীয় টেলিভিশন | রঙিন, ১৩ পর্বের ধারাবাহিক | |
দো বাহানে | ১৯৮৬-৮৭ | পরিচালক | হিন্দি | ভারতীয় টেলিভিশন | রঙিন, ১৩ পর্বের ধারাবাহিক | |
জিৎ | ১৯৮৬-৮৭ | পরিচালক | হিন্দি | ভারতীয় টেলিভিশন | রঙিন, ১৩ পর্বের ধারাবাহিক | |
সালগিরা | ১৯৮৬-৮৭ | পরিচালক | হিন্দি | ভারতীয় টেলিভিশন | রঙিন, ১৩ পর্বের ধারাবাহিক | |
সাওয়াল | ১৯৮৬-৮৭ | পরিচালক | হিন্দি | ভারতীয় টেলিভিশন | রঙিন, ১৩ পর্বের ধারাবাহিক | |
আজনবি | ১৯৮৬-৮৭ | পরিচালক | হিন্দি | ভারতীয় টেলিভিশন | রঙিন, ১৩ পর্বের ধারাবাহিক | |
দশ সাল বাদ | ১৯৮৬-৮৭ | পরিচালক | হিন্দি | ভারতীয় টেলিভিশন | রঙিন, ১৩ পর্বের ধারাবাহিক |
মৃণাল সেন ২০১৮ সালের ডিসেম্বর মাসের ৩০ তারিখ রবিবার সকালে নিজ বাসভবনে ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৫]
মৃণাল সেন পরিচালিত চলচ্চিত্র গুলি প্রায় সবকটি বড় চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার জয় করেছে। ভারত এবং ভারতের বাইরের অনেক বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। তিনি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ দি ফিল্ম সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।