মৃণালিনী দেবী

মৃণালিনী দেবী
মৃণালিনী দেবী,১৮৮৩
জন্ম
ভবতারিণী

১লা মার্চ, ১৮৭৪
দক্ষিণডিহি, খুলনা জেলা, বাংলাদেশ
মৃত্যু২৩ শে নভেম্বর, ১৯০২
জোঁড়াসাকো ঠাকুরবাড়ি, কলকাতা, ভারত
জাতীয়তাব্রিটিশ ভারতীয়
পেশাগৃহিণী
পরিচিতির কারণরবীন্দ্রনাথের স্ত্রী

মৃণালিনী দেবী (১৮৭৪–১৯০২ ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। তার জন্ম বাংলাদেশের খুলনার দক্ষিণডিহিতে।[]

জন্ম ও বিবাহ

[সম্পাদনা]

১৮৮৩ সালের ৯ ডিসেম্বর রবীন্দ্রনাথের বিয়ে হয় মৃণালিনী দেবী রায়চৌধুরীর সঙ্গে । বিয়ের সময় তাঁর বয়স ছিল নয় (৯) বছর আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাইশ (২২) বছর । তিনি ঠাকুর-বাড়ির এক অধস্তন কর্মচারী যশোহরের বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে ।[][] বিয়ের পূর্বে মৃণালিনীর নাম ছিলো ‘ভবতারিণী’ । যেহেতু এ ধরনের নাম ঠাকুর-বাড়িতে একপ্রকার অচল ছিলো (যেমন করে জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী ‘কাদম্বিনী’ হয়েছিলেন ‘কাদম্বরী’), তাই রবীন্দ্রনাথের স্ত্রী ভবতারিণী হলেন ‘মৃণালিনী’—রবীন্দ্রনাথের প্রিয় নাম ‘নলিনী’রই প্রতিশব্দ ।[]

পারিবারিক জীবন

[সম্পাদনা]

রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর দুই পুত্র এবং তিন কন্যাসহ সন্তান ছিলেন পাঁচ জন: মাধুরীলতা (১৮৮৬–১৯১৮), রথীন্দ্রনাথ (১৮৮৮–১৯৬১), রেণুকা (১৮৯১–১৯০৩), মীরা (১৮৯৪–১৯৬৯) এবং শমীন্দ্রনাথ (১৮৯৬–১৯০৭)। এঁদের মধ্যে অতি অল্প বয়সেই রেণুকা ও শমীন্দ্রনাথের মৃত্যু ঘটে।[]

মৃত্যু

[সম্পাদনা]

১৯০২ সালের ২৩ নভেম্বর মাত্র আটাশ বছর বয়সে কবিপত্নী মৃণালিনী দেবী মারা যান।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "স্বার্ধশত পেরিয়ে বাঙালির দিবাকর"। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "রবীন্দ্রনাথ ঠাকুর"। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭ 
  3. "জীবনপঞ্জি: মৃণালিনী দেবী", চিঠিপত্র, প্রথম খণ্ড, রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বভারতী গ্রন্থনবিভাগ, কলকাতা, ১৪০০ সং, পৃ. ১৭৯-৮১
  4. Dutta ও Robinson 1995, পৃ. 373
  5. রবীন্দ্রজীবনকথা, পৃ. ৫৯-৬০