মৃধা

বাংলাদেশে একজন মৃধা হলেন সশস্ত্র বাহিনীর প্রথম শ্রেণীর একজন সেনাপতি যিনি প্রাক-ব্রিটিশ আমলে একজন জমিদারের (ভূমিস্বামী) অধীনে নিযুক্ত ছিলেন, যাকে অসহযোগী প্রজাদের বিরুদ্ধে এবং জমির বিরোধে অন্যান্য জমিদারদের বাহিনীর বিরুদ্ধে নিরাপত্তারক্ষী হিসাবে ব্যবহার করা হত। এটি ধারণা করা হয় যে মুঘল যুগে মৃধাদের একটি অংশ ছিল মুঘল তীরন্দাজ বাহিনীর অভিজাত শ্রেণীর তীরন্দাজ যারা ঢাকা, টাঙ্গাইল এবং বিক্রমপুরে এবং এর আশেপাশে বসবাস করতেন।[][]

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]

মৃধা বংশগত নাম হিসেবেও ব্যবহার করা হয়। এটি উল্লেখ করতে পারে:

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Chatterjee, Partha (২০০২)। A Princely Impostor?: The Strange and Universal History of the Kumar of Bhawal। Princeton University Press। পৃষ্ঠা 29আইএসবিএন 978-0-691-09031-3 
  2. সিরাজুল ইসলাম (২০১২)। "লাঠিয়াল"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743